শীঘ্রই খুলছে না ফেইসবুক, ভাইবার
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, শীঘ্রই খুলে দেয়া হচ্ছে না ফেইসবুক ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে এখনও বন্ধ রাখা হয়েছে এই সাইটগুলো। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই খুলে দেয়া হবে সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো।
তবে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ না রেখে অপরাধ দমনের বিকল্পপথ খোঁজার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন প্রায় দুই কোটি মানুষ। এর মধ্যে অধিকাংশেরই প্রথম পছন্দ ফেইসবুক। জনপ্রিয়তা রয়েছে হোয়াটসঅ্যাপ, ভাইবারের মতো মাধ্যমগুলোরও।
তবে গত কয়েকদিন ধরে বন্ধ থাকায় এসব মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে রয়েছে এক ধরনের অস্বস্তি। সেই সঙ্গে, প্রশ্ন কবে খুলে দেয়া হচ্ছে এসব। জানতে চাইলে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী তারানা হালিম বলেন, এক্ষেত্রে দেশের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে সবচেয়ে বেশি।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত মনে করবো দেশের বেশিরভাগ মানুষ নিরাপদ হয়েছেন। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে নির্দেশনা আসলেই খুলে দেয়া হবে। তারানা হালিম মনে করেন, গত কয়েক দিনের রাজনৈতিক অস্থিরতায় এসব মাধ্যম বন্ধ রাখার কারণে আইনশৃঙ্খলা রক্ষায় সুফল পাওয়া গেছে।
তবে দীর্ঘ সময় এসব সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ রাখা অবাধ তথ্যপ্রবাহের ক্ষেত্রে মঙ্গলজনক নয় বলে মত এই যোগাযোগ বিশেষজ্ঞ এবং ঢাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মফিজুর রহমানের।
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র মতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় ব্যান্ডউইথের ব্যবহার কমে গেছে ৫০ শতাংশ। আর মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রতিদিন সাড়ে ৪শ’ টেরাবাইটের পরিবর্তে ব্যান্ডউইথের ব্যবহার হচ্ছে ৩শ’ টেরাবাইট।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন