শুক্রবার ঢাকা ছাড়ছেন মাশরাফি বাহিনী
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে মাশরাফি ও মুশফিকদের চলছে অনুশীলন ক্যাম্প। এবার চট্টগ্রামেও ক্যাম্প করতে যাচ্ছে টাইগাররা।
আগামী ৪ আগস্ট থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ।
চট্টগ্রামের অনুশীলনের পাশাপাশি প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা দুই দলে ভাগ হয়ে ৯-১১ তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১২ আগস্ট ঢাকায় ফিরে আসবে তারা।
এদিকে টাইগারদের দলে যোগ দিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবং ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ দলের নতুন অস্ট্রেলিয়ান কোচ মার্ক ও’ নীল।
দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সিরিজ শুরুর আগে ২২ থেকে ২৪ আগস্ট চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের অনুশীলন ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর দু’দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭-৩১ আগষ্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের শেষ ও দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে ৪ থেকে ৮ সেপ্টেম্বর।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন