শুক্রবার মুক্তি পাচ্ছে ‘চুপি চুপি প্রেম’

আগামী শুক্রবার বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘চুপিচুপি প্রেম’ ছবিটি। ছবিটিতে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়ক শান। তিনি ছাড়াও আরো আছেন সায়মন, সূর্যরাজ ও প্রিয়ন্তি। ছবিটি নিয়ে খুবই উচ্ছ্বসিত শান।
শান বলেন, ‘বর্তমান সময়ের ছবি এটি, একেবারেই মৌলিক একটি গল্প। পুরো ছবিতে দর্শকরা একটি নির্মল বিনোদন পাবেন। চতুর্ভুজ প্রেমের এ ছবিতে যেমন কমেডি আছে তেমনি ভালোবাসার গল্পও আছে। আর এই ছবির মাধ্যমে আমার চলচ্চিত্রে অভিষেক। আশা করি দর্শক অভিনয় দেখে আমাদের অনুপ্রাণিত করবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। ভালো করলে প্রশংসা করবেন। আশা রাখি দর্শকদের ছবিটি ভালো লাগবে।’
শান তাঁর চরিত্রটি সম্পর্কে বলেন, ‘গ্রাম থেকে একটি ছেলে ঢাকায় আসে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে। আমার বাবা গ্রামের মেম্বার, তিনি আমাকে প্লেনে করে ঢাকা পাঠান। আমার ইচ্ছা আমি নায়িকা শাবনুরের নায়ক হব। একসময় বিএফডিসিতে কিছু প্রতারকের হাতে পড়ি। আমার সব কিছুই তারা নিয়ে যায়। এমন সময় শহরে আমার এক আপনজনের বাসা খুঁজতে খুঁজতে একটি সুন্দর বাড়ি দেখি। বাড়ি দেখে আমার কাছে আপনজনের বাড়ি মনে হয়। পরে সেই বাড়ির সুন্দরী মেয়ের সঙ্গে নানা কাহিনী শুরু হয়। এদিকে সেই মেয়ের থাকে আরো দুই প্রেমিক। এভাবে ছবির গল্প এগোতে থাকে।’
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপত্তির কারণে ‘ইটিসপিটিস প্রেম’ ছবির নাম পরিবর্তন করে ‘চুপিচুপি প্রেম’ রেখেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটি ‘চুপিচুপি প্রেম’ নামে চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক। রিপন চৌধুরী প্রযোজিত ‘চুপিচুপি প্রেম’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন, নবাগতা প্রিয়ন্তি, আলীরাজ, মম মোর্শেদ, মিশা সওদাগর প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন