শুক্রাণুর গতি উসেইন বোল্টকেও হার মানায় অবলীলায়!
জানেন কি আপনি প্রায় রোজই উসেইন বোল্টকে হারিয়ে দিচ্ছেন অবলীলায়! জানতে ইচ্ছে করছে কীভাবে? তাহলে তথ্যটা দিয়েই দিই। উসেন বোল্ট ১০০ মিটার যে গতিতে দৌড়ান, মানে ৯.৫৮ সেকেণ্ডে, ওর থেকে বেশি গতিতে আপনি সেক্স করেন। ভাবছেন কীভাবে?
ডাক্তাররা বলছেন, সেক্সে তৃপ্ত হয়ে আপনার শরীর থেকে শুক্রাণু ছিটকে বেরিয়ে যায় উসেইন বোল্টের থেকেও দ্রুত গতিতে! উসেইন বোল্ট যে গতিতে দৌড়ান, তাতে তিনি এক ঘণ্টায় যেতে পারবেন ২২.৯ মাইল। আর আপনি যখন বিছানায় তৃপ্ত হন সেক্স করে, তখন আপনার শরীর থেকে শুক্রাণু যে গতিতে বেরোয় সেটা এক ঘণ্টায় যেতে পারে ২৮ মাইল!
তাহলেই বুঝুন। মাঠে বা ট্র্যাকে যদি আপনি উসেইন বোল্টের সঙ্গে পেরে নাও ওঠেন, বিছানায় কিন্তু আপনি তাঁকে মানে, উসেইন বোল্টকে অবলীলায় হারিয়ে দিচ্ছেন রোজ। কি একটু খুশি খুশি লাগছে তো মনটা?তাহলে আর দেরী কেন, এটা ভেবে অন্তত খুশি হন যে, বোল্টকে হারানোর ক্যারিশমা আপনারও আছে!
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন