শুটিং ফেলে আব্রামকে নিয়ে সমুদ্র সৈকতে শাহরুখ

দুই ছেলে এক মেয়ে নিয়ে সুখের সংসার বলিউড বাদশা শাহরুখ খানের। সিনেমাকে জীবনের চেয়ে ভালোবাসেন এটা তারজন্য প্রমানিত সত্য। কিন্তু এই সিনেমার চেয়েও তিনি বেশি ভালোবাসেন তার ছেলে মেয়েদের সান্নিধ্য, এমন কথাও তিনি বলেছেন বহুবার। আর তাই সন্তানের ভালোবাসার কাছে আরকিছুর পরোয়া নেই তার। এমনটার প্রমািই পাওয়া যায় বারবার!
হ্যাঁ। সম্প্রতি শাহরুখ খান গিয়েছিলেন গুজরাটে তার ছবি ‘রইস’ এর শুটিংয়ে। সেখানে গিয়ে পড়েছিলেন মহা ঝামেলায়ও। কট্টর হিন্দুবাদী সংঘটনগুলো তাকে শুটিং করতে সেখানে বাধা তৈরি করেছে। কিন্তু প্রশাসনের সহযোগিতায় শুটিং ঠিকই করেছেন তিনি।
আরিয়ান ও সোহানা লন্ডনে থেকে লেখা পড়া করেন। দেশে একমাত্র ছেলে আব্রাম। তাই যেখানেই ছবির শুটিং, সেখানেই তাকে নিয়ে যান শাহরুখ।
আর সেখানেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ছোট ছেলে আব্রাম খানকেও। এত ঝামেলার মধ্যেও তিনি শুটিং রেখে একান্তে ছেলেকে নিয়ে চলে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। ঘুরলেন, আব্রামকে সঙ্গে নিয়ে বীচে বাইকও চালালেন। আর এমন আদুরে মুহূর্তটি দূর থেকে হয়তো কেউ মোবাইলে ক্যাপচা করে দিয়ে দিয়েছে ইন্টারনেটে। ফলত বাপ-ছেলের একান্তে কাটানো সময়ের মুহূর্তটি এখন রীতিমত ভাইরাল!
প্রসঙ্গত, চলতি বছরে ভিন্নরূপে, ভিন্নঢঙে আসছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গেল বছরে মাত্র একটি ছবি মুক্তি পেলেও চলতি বছরে মুক্তি পাবে তার দুটি ছবি। একটি ‘ফ্যান’ এবং অন্যটি ‘রইস’। রাহুল ধোলাকিয়ার ‘রইস’ নামের ছবিটি নিয়ে ব্যস্ত থাকলেও এরইমধ্যে দিল্লীতে নিজের কলেজে গিয়ে তার আসন্ন ছবি ‘ফ্যান’-এর প্রথম গান মহা সমারোহে রিলিজ দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন