শুটিং স্পট থেকে শুটিং ছেড়ে চলে আসলেন মিশা সওদাগর

যৌথ প্রযোজনার সিনেমার পাশাপাশি দেশীয় সিনেমায় অহরহ বিদেশী শিল্পী ও কলাকুশলী নেয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী এসব শিল্পী ও কলাকুশলীদের বাংলাদেশ চলচ্চিত্রে যেসব সংগঠন রয়েছে তাদের অনুমতি নিয়ে কাজ করতে হয়। কিন্তু সম্প্রতি শুটিং শুরু হওয়া ‘মনে রেখো’ সিনেমার বিরুদ্ধে অনুমতি না নেয়ার অভিযোগ করেন বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট।
আজ ৩০ মার্চ বিএফডিসিতে এ নিয়ে জরুরি সভা ডাকেন চলচ্চিত্র ঐক্যজোট। সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, নিজ নিজ সংগঠনের অনুমতি ব্যতীত শুটিংয়ে অংশ নিলে তার সদস্য পদ বাতিল করা হবে। এরপরই চলচ্চিত্র ঐক্য জোটের নির্দেশে খল অভিনেতা মিশা সওদাগর ‘মনে রেখো’ সিনেমার শুটিং স্পট থেকে শুটিং ছেড়ে চলে আসেন।
এদিকে পরিচালক কমল সরকারও ‘পাগলামি’ সিনেমার শুটিং বন্ধ করে ঢাকায় ফিরছেন বলে জানা যায়।
হার্টবিট প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মনে রেখো’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এ সিনেমাটিতে ভারতীয় শিল্পী, ক্যামেরাম্যান, নৃত্য পরিচালকসহ অন্যান্য কলাকুশলীদের নিয়ে শুটিং শুরু করা হয়। এ নিয়ে শুরু থেকে ক্যামেরাম্যান সমিতি, নৃত্য পরিচালক সমিতিসহ অন্যান্য সমিতি অভিযোগ করে আসছেন। সর্বশেষ ২৯ মার্চ এ সংগঠনের নেতারা পুবাইলে সিনেমাটির শুটিং স্পটে গিয়ে পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে কথা বলেন। এরপর কিছু সময়ের জন্য শুটিং বন্ধ থাকে বলে জানা যায়।
গত ১৯ মার্চ থেকে সাভারে ‘মনে রেখো’ সিনেমার শুটিং শুরু হয়। এ সিনেমায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা বনি। রাইজিং বিডি
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন