মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শুধু আইন প্রয়োগ করে মাদক নিয়ন্ত্রণ অসম্ভব’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, শুধু আইন প্রয়োগ করে দেশ থেকে মাদক রোধ করা সম্ভব নয়। আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি হয়ে পড়েছে। সমাজ সচেতনতাই পারে যুবক সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে। সবার একাগ্রতাই দেশ থেকে মাদক নির্মূল করতে পারে।

মঙ্গলবার দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত অনুষ্ঠানে আইজিপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সমাজ সচেতনতার মাধ্যমে শিক্ষিত ছেলে-মেয়েদের বেশি কৌশলী হতে হবে। সচেতন থাকলে তাদের সামনে একজন বাবা ও ভাই কিংবা অন্য কেউ সহজে সিগারেট বা মাদক গ্রহণ করতে পারবে না। পুলিশকে কাজ করতে হবে মাদকের উৎস বন্ধ করতে। পুলিশ সেটি করছেও। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরো বেশি শক্তিশালী হতে হবে, যাতে আগামী দিনে দেশ থেকে মাদক সমূলে নির্মূল হয়।

আইজিপি বলেন, ১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দেশে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছিল। সেটিকে সামাল দিতে ১৯৯০ সালে মাদক নিয়ন্ত্রণে বিশেষ আইন তৈরি করা হয়। সেই আইনে বলা আছে, মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

গত কয়েক বছরের উদাহরণ তুলে ধরে আইজিপি বলেন, প্রশাসন মাদক প্রতিরোধে যথেষ্ট কাজ করছে। ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে প্রায় ৫ লক্ষাধিক ইয়াবা ও কয়েক লাখ ফেনসিডিল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া গাজাসহ অন্যান্য মাদকও ধ্বংস করা হয়েছে। আর মাদকের সঙ্গে জড়িত প্রায় কয়েক লাখ ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের কাজ হচ্ছে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা। তারা তো বিচারের কাজ করে না। অপরাধীরা আদালত থেকে ছাড়া পেয়ে গেলে পুলিশের কী করার আছে?

তবে মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন হওয়ার দরকার আছে বলে মনে করেন আইজিপি। আর স্কুল-কলেজের ছেলেমেয়েদের মাদক সম্পর্কে বেশি বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির সপ্তাহব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তার উপস্থিতিতেই অনুষ্ঠানে ছায়া সংসদ বসে। ওই সংসদে বিরোধী দলের হয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি দলের হয়ে মিরপুর শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন করে। বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় ছিল, সামাজিক অবক্ষয়ের কারণেই মাদকের অপব্যবহার বাড়ছে। বিজ্ঞ বিচারকদের রায়ে সরকারি দলের হয়ে শহীদ স্মৃতি কলেজ বিজয় লাভ করে।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল