শুধু আলো ছড়াতে চান নাসির, জাতীয় দলে জায়গা নিয়ে ভাবছেন না
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন অলরাউন্ডার নাসির হোসেন। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই আলো ছড়াচ্ছেন তিনি। জাতীয় ক্রিকেট লীগে বেশ কয়েকটি বড় ইনিংস ছিল তার। সেই ধারাবাহিকতায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)-এর প্রথম রাউন্ডেও একটি অসাধারণ শতক হাঁকিয়েছেন তিনি।
নাসিরের ১০৬ বলে ১০৬ রানের সুবাদেই নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
এবং ১৮ এপ্রিল নিজেদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষেও ব্যাট হাতে এমন আরও একটি উজ্জ্বল ইনিংস খেলতে চান এই ব্যাটিং অলরাউন্ডার, ‘প্রথম ম্যাচে ব্যাটিংটা ভালো হয়েছে। চেষ্টা করবো এই ম্যাচেও ওই রকম কিছু একটা করতে।’
ভিক্টোরিয়া তাদের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও দুই উইকেটে হেরে গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। এমতাবস্থায় মানসিক দিক থেকে নাসিরের দল কিছুটা এগিয়ে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘কোন জয়ই সহজ না। জিততে হলে আমাদের ভালো খেলতে হবে। যখনই ভালো খেলবো তখনই জিতবো।’
১৯ এপ্রিল ঘোষিত হবে আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে ইংল্যান্ড ও ওয়েলসে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ স্কোয়াড। তবে সে জাতীয় দলের স্কোয়াডে জায়গা হবে কিনা তা নিয়ে ভাবিত নন নাসির।
এ প্রসঙ্গে নাসিরের বক্তব্য, ‘এ বিষয়ে আমি এমন কিছুই ভাবছি না। খেলার দরকার তাই খেলছি। আর চেষ্টা করছি পারফর্ম করতে। যদি নির্বাচকরা মনে করেন আমি যোগ্য তাহলে নিশ্চয়ই ডাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন