শুধু কাওয়া নয়, আ.লীগে ফার্মের মুরগিও ঢুকেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগে শুধু কাউয়া নয়, ‘ফার্মের মুরগি’ ঢুকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু কাউয়া নয়, দলের মধ্যে ফার্মের মুরগি ঢুকেছে।
ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগে ফার্মের মুরগি ঢুকেছে। ফার্মের মুরগীর কারনে দেশী মুরগী কোনঠাসা। ফার্মের মুরগী ভাল নয়। দলে আতি নেতা পাতি নেতায় ভরে গেছে। তবে, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্ম চলবেনা। তাহলে কাউকে ক্ষমা করা হবেনা।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাচাতে হলে, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রকে বাচাতে হলে আওয়ামী লীগকে বাচাতে হবে। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে কিনা- এমন সন্দেহ প্রকাশ করে সরকারি দলের এই শীর্ষ নেতা বলেন, তারা ১৭ই এপ্রিল পালন করেনা। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে কিনা-আমার সন্দেহ।
তিনি বলেন, বিএনপি এখন নালিশ পার্টিতে পরিনত হয়েছে। তারা চোরাবালিতে আটকে গেছে। তাদের এখন ‘ভারত জুজু’ কাজ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে সর্বোচ্চ সম্মান জানিয়েছেন-এতেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে। বিএনপির মরা গাঙ্গে আর পানি আসবেনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন