শুধু কোহলি নয়, ভারতও পারে
ইদানিং কোহলিময় ভারতকে দেখেছে বিশ্ব। তবে এবার দেখা গেলো শুধু কোহলি নয়, ভারতও পারে। ভারত-অস্ট্রেলিযার ম্যাচে তিনদিন লড়াই হয়েছে সমানে সমান। চতুর্থ দিনে একটু একটু করে বেড়েছিল ব্যবধান।
ধৈর্যের পরীক্ষায় প্রতিপক্ষের জীবনীশক্তি যেন আস্তে আস্তে শুষে নেন চেতেশ্বর পুজারা আর ঋদ্ধিমান সাহা। এদের কল্যাণেই প্রথম ইনিংসে ১৫২ রানের লিড পায় স্বাগতিক ভারত। চতুর্থদিনের শেষ বিকেলে অস্ট্রেলিয়ানদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা।
তার হাত ধরেই পঞ্চম দিনে রোমাঞ্চের প্রত্যাশায় ছিল ভারতীয়রা। তবে ধৈর্যের পরীক্ষা দিয়ে তার কিছু তো হতে দিলো না অস্ট্রেলিয়া। এদিন ধৈর্যের পরীক্ষা দেয়ার কাজটা প্রথমে শুরু করেন অধিনায়ক স্টিফেন স্মিথ।
পরে শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্বের দায়িত্বশীল ব্যাটিংয়ে ছয় উইকেটে ১০০ ওভারে ২০৪ রান তুলে সিরিজের তৃতীয় টেস্টটি ড্র’তে শেষ করতে সমর্থ হয় অস্ট্রেলিয়া।
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ শ’ বল খেলেছেন পুজারা। করেছেন অসাধারণ ডাবল সেঞ্চুরি। উইকেটের সামনে-পেছনে বিরাট কোহলির ভারতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা ঋদ্ধিমান করেছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬০৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত।
অসিরা দুই ইনিংস ব্যাট করলেও ভারত মাত্র ১ইনিংসে ব্যাট করে। সেখানে কোহলির রান মাত্র ৬। ম্যাচে ১৫২ রানে পিছিয়ে থাকা অসিদের বিপক্ষে ব্যাট হাতে ওয়ানডের গতিতে হাফসেঞ্চুরি করার পর চতুর্থ দিন শেষ বিকেলে জাদেজা তুলে নেন ২ উইকেট।
অস্ট্রেলিয়া চতুর্থ দিন শেষ করে ২ উইকেটে ২৩ রান নিয়ে। গতকাল সকালে দ্রুত আরো দুই উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব গড়ে ১০৪ রানের জুটি। রানের চেয়ে এই জুটির কাছে গুরুত্বপূর্ণ ছিল সময় নষ্ট করা। সেটাই যেন করেছেন এই দুই ব্যাটসম্যান।
মার্শ ও হ্যান্ডসকম্ব প্রায় ৬২ ওভার ব্যাট করেন। ১৯৭ বল মোকাবিলা করে ৫৩ রানে ফিরেন শন মার্শ। তবে ২০০ বলে ৭২ রানে অপরাজিত থাকেন অষ্টম টেস্ট খেলতে নামা হ্যান্ডসকম্ব। ছয় উইকেটের মধ্যে জাদেজা একাই নেন ৪ উইকেট। এছাড়া অশ্বিন ও ইশান্ত শর্মা একটি করে উইকেট নেন। এই ড্র’য়ের ফলে পাঁচ টেস্টের সিরিজে তিন টেস্ট শেষে ১-১এ সমতা বিরাজ করছে
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন