সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শুধু ‘নেই আর নেই’ ! দুই লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবায় মাত্র ৫ জন ডাক্তার!

শুধু ‘নেই আর নেই’ ! বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবায় মাত্র ৫ ডাক্তার

বরগুনা জেলার আমতলী উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকমপ্লেক্স ও ট্রমা সেন্টারটি নানা সমস্যায় জর্জরিত। দুই লক্ষাধিক মানুষের জন্য রয়েছেন মাত্র ৫ জন ডাক্তার। এ অঞ্চলের অসহায়, হতদরিদ্র পরিবাররা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এক তথ্যে জানা গেছে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২১ জন এমবিবিএস ডাক্তারের পদ থাকলেও দীর্ঘদিন ধরে ১৬ টি পদই শূন্য রয়েছে ।

বর্তমানে ৫ জন ডাক্তার দিয়ে ২ লক্ষাধিক মানুষের নাম মাত্র চিকিৎসাসেবা চলছে। ফার্মাসিস্টের ২টি পদের ১টি শূন্য, মেডিক্যাল টেকঃ ল্যাবের ৩টি পদের ২টিই শূন্য, ফিজিওথেরাপি ১টি পদের ১টিই শূন্য, অফিস সহকারী কামঃটাইপিস্টের ৩টি পদের ২টিই শূন্য, একাউন্ট্যান্টের ১টি পদের ১টিই শূন্য, জুনিয়র মেকানিকের ১টি পদের ১টিই শূন্য, কমপাউন্ডারের ১টি পদের ১টিই শূন্য, কারডিওগ্রাফারের ১টি পদের ১টিই শূন্য, পিয়নের ৪টি পদের ১ জন প্রেষণে সিএস অফিসে, সুইপারের ৫টি পদের ২ জনই প্রেষণে বরগুনা জেনারেল হাসপাতালে।

এমপি, ভিজাল, সিআরপি, এইসসিভি, কোলেস্টারল, এইচডিএল, এলপিএল, টিজি, ইউরিয়া, ক্রিটিনিয়া, গ্লুকোজ, এসজিপিটি, এসজিওটি ও ক্যালসিয়াম রি-এজেন্ট টেস্ট করার জন্য ক্লোরিমিটার মেশিন বা অ্যানালাইজার মেশিন না থাকায় এসব রোগীদের ভোগান্তি হচ্ছে এবং রি-এজেন্টগুলো সংরক্ষণের জন্য একান্ত প্রয়োজন প্যাথলজিক্যাল । আল্ট্রাসনোগ্রাফি মেশিন না থাকায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।

এছাড়া হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ মহিলা ডাক্তার না থাকায় মহিলাদের অনেক জটিল রোগের চিকিৎসা হচ্ছে না। কান, গলা, নাক, অর্থপেডিক্স, হার্ট, চক্ষু ডাক্তার ও যন্ত্রপাতি না থাকায় এসব রোগীর অনেকেই অর্থের অভাবে বাইরে থেকে চিকিৎসা করাতে পারছেন না। বাংলাদেশের সর্ব দক্ষিণে উপকূলীয় অঞ্চলে হতদরিদ্র ও জেলে পরিবাররা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

হাসপাতালটি পটুয়াখালী ও বরগুনা দুই জেলার মধ্যস্থানে অবস্থিত। অপরদিকে প্রসূতিরোগীরা আমতলী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে তাদের কৌশলে প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দেয়ার অভিযোগ রয়েছে ।

এবং তাদের কাছে থেকে মোটা অংকের টাকার মাধ্যমে প্রাইভেট ক্লিনিকে ডেলিভারী করানো হয়। এ কাজে হাসপাতালের একটি গ্রুপ জড়িত বলে তথ্যসূত্রে জানা যায় । টয়লেট-পয়ঃনিষ্কাশনের ব্যবহারের অবস্থা নেই। রোগীদের খাবারসহ সেবারও কোনো মান নেই।বিদ্যুতের লো-ভেল্টেজে হাসপাতালের বিদ্যুৎ সংশ্লিষ্ট কাজের নিশ্চয়তা নেই। নিজস্ব জেনারেটরের ব্যবস্থা নেই।

জরুরি বিভাগে টাকা দাবি করেন কর্তব্যরতরা এতসব নাই নিয়ে চলছে হাসপাতালটির সেবা কার্যক্রম।
কলাপাড়া, বরগুনা ও পটুয়াখালীর অসংখ্য রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। বিশেষ করে কুয়াকাটা-ঢাকা ও বরগুনা-ঢাকা ও আমতলী-ঢাকা মহাসড়কের যানবাহন দুর্ঘটনায় আহত রোগী প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে এলেও ডাক্তার, যন্ত্রপাতি ও ওষুধের অভাবে চিকিৎসা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে।

চিকিৎসা নিতে আসা রোগী মনি আক্তার জানান, হাসপাতালের মধ্যে ফ্যান ও লাইট নষ্ট। এ ছাড়া ডাক্তারদের বসবাসের জন্য কোয়াটার গুলো বসবাস অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসকের বাসভবনের অবস্থা অত্যান্ত নাজুক হওয়ায় তিনি বাহিরের ভাড়া বাসায় থাকেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহম্মদ আবদুল মতিন বলেন, অভিযোগ সম্পর্কে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন দ্রুত এ অবস্থা থেকে উত্তরণের জন্য লোকবল দরকার। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো যথারীতি বারবার অবহিত করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন

কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন

উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না

দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
  • কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর
  • গুরুতর অসুস্থ কে এম সফিউল্লাহ
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • রাজধানীর পান্হপথে ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসার রান্নাঘরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
  • বাজেট হয় কাগজে কলমে, প্রতিফলন নেই সমাজে
  • রাজধানীতে স্বস্তির বৃষ্টি
  • ভেঙে যাচ্ছে সুন্দরবনের উপকূলীয় এলাকা