শুধু ভক্তরাই নয়, অবসর নেবেন এই কথা শুনে খুব কষ্ট পেয়েছেন মাশরাফি মা !!
টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন। সিদ্ধান্তটা একা নিতে পারেননি মাশরাফি বিন মর্তুজা। এক এক করে পরিবারের সকল সদস্যের সঙ্গে মুঠোফোনে কথা বলেন টাইগার কাপ্তান। সারা রাত জেগে ছিলেন তিনি।
‘রাত ১২টার পর পরিবারের সদস্যদের জানিয়েছি। সবার আগে মাকে বলি। মা শুনে খুব কষ্ট পেয়েছেন। রাতে ঘুমাতে পারিনি। ভোর ৪টা পর্যন্ত আমি জেগেছিলাম। মাঠে আসার আগে বিসিবি সভাপতিকে জানিয়েছি। মাঠে এসে দলের সবাইকে বলেছি।’
এদিকে মাশরাফির হঠাৎ অবসরের খবরে ক্রিকেটপাড়ায় চলছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন তাঁকে জোর করে অবসরে পাঠানো হয়েছে। কারো চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারত মাশরাফি।
যাবার বেলায় মাশরাফিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সতীর্থরাও। তাসকিন আহমেদ বলেছেন, ‘জানিনা আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাবো। জাতীয় দলে অভিষেক হওয়ার আগে থেকেই আপনি আমার আইডল। আর গত তিন বছর ধরে একজন অভিভাবকের থেকেও অনেক বেশি কিছু।’
মুশফিক নিজের ফেইসবুকে লিখেছেন, ‘সব ভালো জিনিসেই শেষ হয়, এটা সম্ভবত তাদের মধ্যে একটা। ম্যাশকে বাদ বাংলাদেশ দল চিন্তা করা কঠিন, আপনি সত্যিই একজন চ্যাম্পিয়ন। আমি নিশ্চিত প্রত্যেকে গর্ববোধ করে আপনার মত একজনের নেতৃত্বে খেলে।’
মাশরাফিকে নিয়ে খোলা চিঠি লিখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাঁর চিঠিটি ছিল এমন, ‘মাশরাফি ভাই, আপনাকে প্রথমেই টি-টোয়েন্টিতে সকল অর্জনের জন্য শুভেচ্ছা। আপনাকে আমরা সবাই মিস করব, বিশেষ করে আমি। আপনি আমাদের ভাই-বন্ধু হিসেবে ছিলেন। যার সাথে আমি সব শেয়ার করতে পারতাম। আপনি একজন যোদ্ধা, যোগ্য নেতা, অধিনায়ক ও সত্যিকারের চ্যাম্পিয়ন।’
মাশরাফি শুধু একজন ক্রিকেটারই নন, একজন অভিভাবক উল্লেখ করে রিয়াদ বলেন, ‘আমি দুঃখিত কিন্তু এটাই জীবন। আপনি আমাদের দেখিয়েছেন কিভাবে একটা দলকে একটা ফ্যামিলি বানানো যায় আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনি একজন অসাধারণ মানুষ ও চমৎকার খেলোয়াড় সে বিষয়ে কোন সন্দেহ নেই। ম্যাশ আমরা সবাই আপনাকে ভালোবাসি। শ্রদ্ধা কিংবদন্তি।’
বিসিবির একাধিক সূত্র থেকে জানা যায়, প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে অনেক দিন আগ থেকেই চাচ্ছেন মাশরাফি, তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি থেকে বের করতে। তাদের এই ফরম্যাটে প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। শেষমেশ কোচের ভাবনাই ফলিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন