শুধু মুস্তাফিজ!

প্রথমবারের মতো আইপিএলে খেলতে গেছেন মুস্তাফিজুর রহমান। এটাই তার প্রথম বিদেশি লিগ। ওখানকার সব কিছু মানিয়ে নেয়া অবশ্য সময়ের ব্যাপার। তবে ‘মিশুক’ মুস্তাফিজ খুব সহজেই সতীর্থদের সঙ্গে মিশে যেতে পারছেন! এমনটাই জানিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের টিম ম্যানেজার বিজয় কুমার।
তবে ভাষাগত দূরত্বটা এখনো নাকি রয়ে গেছে মুস্তাফিজের। ইংরেজি ও হিন্দি ভাষায় খুব একটা অভ্যস্ত নন বাংলাদেশের কাটার মাস্টার। যে কারণে হায়দরাবাদের টিম মিটিংয়ের আলোচনায় রীতিমতো থাকতে পারছেন না মুস্তাফিজ। যদিও ক্রিকেটীয় ভাষা বোঝার যথেষ্ট সামর্থ্য রয়েছে ২০ বছর বয়সী তারকা এই পেসারের।
হায়দরাবাদের টিম ম্যানেজার বিজয় কুমার বলেন, ‘মুস্তাফিজ ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে। ভাষাগত ব্যাপারটাও সমাধান করার চেষ্টা করছে। তাকে দুই-একটা শব্দে সংক্ষেপে বলা হয়, যাতে সহজেই বুঝে নিতে পারে। তবে ক্রিকেটের বিষয়গুলো তার বুঝতে কোনো অসুবিধা হয় না। যেহেতু ইংরেজি ভালো বোঝে না, তাই আমাদের টিম মিটিংয়ে আলোচনায় ওভাবে অংশ নিতে পারে না। কিন্তু সহজ জিনিসগুলো বুঝতে পারে। দলের সবার সঙ্গে ভালোভাবেই মিশতে পারছে সে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন