শুধু শহর নয় গ্রামেও উন্নয়ন পৌঁছে দিতে চাই : প্রধানমন্ত্রী
১২৫ টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তথ্য প্রযুক্তি সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। দুর্নীতি বন্ধ করে প্রকল্পের কাজ প্রযুক্তির মাধ্যমে দ্রুত করা সম্ভব।’
বুধবার সকালে বাংলাদেশ শিক্ষা তথ্য ব্যুরো ও পরিসংখ্যানের (বেনবেইস) উদ্যোগে উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, উন্নয়ন শুধু রাজধানী কেন্দ্রিক বা শহর নয়, গ্রামেও উন্নয়ন পৌঁছে দিতে চাই। বিশ্ব এগিয়ে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে। এসব প্রযুক্তি ব্যবহার করেই আমরা সব কাজকে সহজ করে নিতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, যখন আমরা প্রথমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দেই-অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করেছে। সে সময় নানা সমস্যা ছিল। বিদ্যুৎ, পানি, রাস্তা-ঘাট, অবকাঠামোর সমস্যা ছিল। কোথাও কেউ সমস্যায় পড়লে আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেন-এই তো ডিজিটাল হয়ে গেছে। কিন্তু আজকে প্রমাণ হয়েছে-বাংলাদেশ সত্যিই ডিজিটাল।
তথ্যপ্রযুক্তিতে সরকারের নেওয়া নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে এখন প্রত্যেক ছেলেমেয়েই একজন উদ্যোক্তা। তারা সৃষ্টি করছে কর্মসংস্থান।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে এখন মোবাইল সবার হাতে হাতে। ১৬ কোটি মানুষের মধ্যে ১৩ কোটি সিম ব্যবহার করছে। মোবাইলে বাংলা কন্টেন্ট চালু করা হয়েছে। এতে যাদের অক্ষর জ্ঞান ছিল না, তারাও যোগাযোগ করার জন্য অক্ষর জ্ঞান অর্জন করে নিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন