‘শুধু শিক্ষক নয়, এমপিদেরও অপমান করা হয়েছে’
সংসদ সদস্য সেলিম ওসমান শিক্ষককে লাঞ্ছিত করে সংসদ সদস্যদেরও অপমান করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘সংসদ সদস্য সেলিম ওসমান শুধু শিক্ষক সমাজকে অপমান করেন নাই, এমপি সমাজকেও অপমান করেছেন।’
রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভার আয়োজন করা হয়।
১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রেক্ষাপট তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনা কারও কাছে নতি স্বীকার করার লোক না। অনেকে টকশোতে গুপ্তহত্যা নিয়ে কথা বলেন। এগুলো কেন হচ্ছে? আমরা তো আগুনে হাত দিয়েছি। আগুনে হাত দিলে তো একটু হলেও হাত পুড়বে।’
তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে সব হত্যার বিচার হবে। একে একে সব হত্যার বিচার হবে। তনু হত্যার অপরাধীরাদেরও ধরা হবে। এই হত্যার তদন্ত কাজ এগিয়ে চলছে।
নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান কর্তৃক পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। একজন শিক্ষক যদি অন্যায় করেন, তাহলে ওই সংসদ সদস্যের উচিত ছিল তাকে আইনের হাতে তুলে দেওয়া। কিন্তু উনি নিজে আইন হাতে তুলে নিয়েছেন।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর যোগসাজশের সমালোচনা করে তিনি বলেন, ‘এখন এরা কি করছে? মোসাদ ধরেছে। অবরোধ, হরতাল, জ্বালাও-পোড়াও, মানুষ খুন করে যখন সরকারের কিছু করতে পারেনি, তখন এরা মোসাদ ধরেছে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন তো থলের বিড়াল বেরিয়ে গেছে। আসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আউট করতে গিয়ে নিজেই ইন (কারাগারে বন্দি) হয়েছেন। কারণ খালেদা জিয়া যেই লোককে ধরে, সেই লোকই ধরা পড়ে। এ কারণে বিএনপি এখন পড়েছে টেনশনে। আসলাম লন্ডনের, দেশের কখন কোন নেতার নাম বলে ফেলে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে এসব খেলা বন্ধ করেন। খেললে সোজাসুজি খেলতে হবে। কিন্তু যখন ফাইনাল খেলা শুরু হয়, তখন আবার খেলেন না। এসব করে লাভ হবে না। শেখ হাসিনা তার চেয়েও পাকা খেলোয়াড়। তার চেয়ে ২০১৯ সালের খেলার জন্য জার্সি পড়ে তৈরি হন। মোসাদ-ফোসাদ ধরে কাজ হবে না।’
স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, স্বাপিচের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সহ-সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. আব্দুর রউফ সর্দার প্রমুখ।
সভা পরিচালনা করেন স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন