শুধু স্মরণ নয়, বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে : মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধুকে শুধু স্মরণ নয়, তাঁকে আমাদের অনুসরণ করতে হবে।
তাঁর আজন্ম লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে স্বাধীনতার পরে যে পরিকল্পনা প্রণীত হয়েছিলো তাকে অনুসরণ করে তাঁর স্বপ্ন পূরণে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, ‘স্বাধীনতার পরে যে পরিকল্পনা প্রণীত হয়েছিলো তাকে অনুসরণ করে তাঁর স্বপ্ন পূরণে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাই শুধু বঙ্গবন্ধুকে স্মরণ নয়, তাঁকে আমাদের অনুসরণ করতে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাত বার্ষিকী-‘জাতীয় শোক দিবস’-এর সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও অধীন দপ্তরসমূহ আয়োজিত শোক র্যালি শুরুর আগে তিনি এ কথা বলেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুজ্জামান, স্বপন কুমার সরকার, এ এইচ এম জিয়াউল হক, বিপিসির চেয়ারম্যান ড, অপরূপ চৌধুরী, বিটিবির সিইও আখতারুজ-জামান খান কবিরসহ মন্ত্রণালয় ও দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রণালয়ের ও দপ্তর এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন