শুভাশিষের ইনসুইংয়ে বোল্ড থারাঙ্গা
মাঠে গড়িয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের প্রথম টেস্ট ম্যাচের টসভাগ্য গেছে রঙ্গনা হেরাথের পক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে ম্যাচটি।
বাংলাদেশের শুরুটা অবশ্য দারুণ হয়েছে। নিজের প্রথম ওভারে উপুল থারাঙ্গাকে দুর্দান্তভাবে বোল্ড করেছেন পেসার শুভাশিষ রায়। ম্যাচের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে শুভাশিষের দারুণ এক ইন সুইংয়ে পুরোপুরি পরাস্ত হন থারাঙ্গা। পরের বলে কুশল মেন্ডিসকেও তুলে নিয়েছিলেন শুভাশিষ। উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ নিয়েছিলেন লিটন দাস। তবে নো বলের কারণে সেই যাত্রায় বেঁচে যান মেন্ডিস।
গত ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তিনজন। সাব্বির রহমান, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বিকে মূল একাদশে নেওয়া হয়নি। তাঁদের পরিবর্তে দলে নেওয়া হয়েছেন মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও পেসার শুভাশীষ রায়কে।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়।
শ্রীলঙ্কা দল : করুনারত্নে, উপুল থারাঙ্গা, জীবন মেন্ডিস, দিনেশ চান্দিমান, ডিকওয়েল্লা, গুনারত্নে, কুশল পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও লক্ষণ সান্দকান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন