শুভ্রার জন্য ইলিয়াস কাঞ্চনের সাহায্য প্রার্থনা
আশির দশকের জনপ্রিয় অভিনত্রেী শুভ্রা দীর্ঘদিন থেকেই হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। বেশ কিছুদিন রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে অর্থের অভাবে বন্ধ হয়ে আছে তার চিকিৎসা। খরচ চালাতে না পারায় এক পর্যায়ে বাধ্য হয়েই চিকিৎসা অসমাপ্ত রেখে তাকে হাসপাতাল থেকে মোহাম্মদপুরের বাসায় নিয়ে আসে তার পরিবার।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল আমাদের কণ্ঠস্বরসহ দেশের অন্যান্য গণমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর গত ২০ এপ্রিল রাতে শুভ্রাকে দেখতে গিয়েছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সাথে ছিলেন ছেলে মিরাজুল মইন জয় ও অভিনেতা বাবর। শুভ্রার বাসায় গিয়ে তার অবস্থা দেখে তিনি ব্যথিত হয়ে পড়েন। শুভ্রার বর্তমান অবস্থার কথা বিবেচনা করে যথাসম্ভব সহযোগিতাও করেছেন। সেইসঙ্গে তিনি সকলের কাছে আহ্বান জানিয়েছেন শুভ্রার পাশে এসে দাঁড়ানোর জন্য।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে শিল্পী আজীবন চলচ্চিত্রকে ধ্যান-জ্ঞান হিসেবে নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে গেছেন আজ তার দুর্দিনে কেউ তার পাশে নেই। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বিনীত আহ্বান জানিয়েছেন শুভ্রার বর্তমান অবস্থা বিবেচনা করে আর্থিক সহায়তার জন্য।’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব। ইতোমধ্যে তিনি আর্থিক অসঙ্গতিবিহীন একাধিক শিল্পী ও কলাকুশলীর পাশে দাঁড়িয়েছেন। এ বিষয়ে তিনি মাননীয় তথ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য।’
এ সময় ইলিয়াস কাঞ্চনের কাছে শুভ্রা বলেন, ‘অনেকে ফোন করে খোঁজখবর নেন ঠিকই, কিন্তু বর্তমান অবস্থার কথা বিবেচনা করে পাশে এসে দাঁড়াচ্ছেন না। একটি ফোন করেই দায়িত্ব শেষ করে দিচ্ছেন। এমনকি শিল্পী সমিতি থেকেও কোনোরকম সহযোগিতা করা হয়নি।’
শুভ্রার বোন চলচ্চিত্র অভিনেত্রী কাবেরী বলেন, ‘আমাদের অবস্থা এতই খারাপ যে, হাসপাতালের বিল দিতে না পেরে বোনকে বাসায় নিয়ে আসতে হয়েছে। প্রয়োজনীয় ওষুধও খাওয়াতে পারছি না। সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি আমার বোনের পাশে এসে দাঁড়ানোর জন্য।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কাবেরী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শিল্পীবান্ধব। তিনি শিল্পীদের দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন, যার একাধিক নজির রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে অনুরোধ করছি আমার বোনের অবস্থা বিবেচনা করে তার চিকিৎসার ব্যয়ভার মেটানোর জন্য তিনি (মাননীয় প্রধানমন্ত্রী) আমাদের পাশে এসে দাঁড়াবেন।’
কয়েকদিন আগে শুভ্রার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চিত্রনায়ক ওমর সানি ফেসবুকে লিখেন বলেন, ‘আশি দশকের চলচ্চিত্র অভিনেত্রী শুভ্রা দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অসুস্থ এই শিল্পীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই শিল্পীর জন্য দোয়া করবেন।’
স্বাধীনতার পর শুভ্রার চলচ্চিত্রে অভিষেক হয় বাবুল চৌধুরী পরিচালিত ‘যাহা বলিব সত্য বলিব’ দিয়ে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভালোবাসা দিবি কিনা বল’। এর মাঝে ‘কি যে করি’, ‘এক মুঠো ভাত’, ‘বাজিমাত’, ‘আপনজন’, ‘আদরের সন্তান’সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন