শুভ জন্মদিন মেসি
আধুনিক ফুটবলের আকষর্ণীয় জাদুকর লিওনেল মেসির আজ (শুক্রবার) জন্মদিন। আর্জেন্টাইন অধিনায়ক ২৯ বছরে পদার্পণ করলেন। ১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে জন্মগ্রহণ করেন ক্লাব বার্সেলোনার এ প্রাণ ভ্রমরা।
সারা পৃথিবীতে তার অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছে। জন্মদিনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ভালোবাসার শুভেচ্ছায় সিক্ত মেসি।
ক্লাব ফুটবলে বার্সার সর্বকালের সেরা ফুটবলার মেসি। বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সার হয়ে জিতেছেন ৮টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ৩টি উয়েফা সুপার কাপসহ অসংখ্য পুরষ্কার।
পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাবও তার ঝুলিতে পুরেছেন। আর্জেন্টিনার হয়ে জিতেছেন অলিম্পিকে সোনা। তাছাড়া আর্জেন্টিনার বয়স ভিত্তিক দল অনুর্ধ্ব-২০ এর হয়ে সেটির বিশ্বকাপও জিতেছেন মেসি।
তবে জাতীয় দলের হয়ে এখনও কোনো শিরোপার মুখ দেখেননি এ ফুটবল জাদুকর। তবে দলকে একক প্রচেষ্টায় ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন। গতবারের কোপাতেও দলকে ফাইনালে তুলেছিলেন।
যুক্তরাষ্ট্রে চলছে কোপার শতবর্ষী টুর্নামেন্ট। সেখানে আগামী ২৭ তারিখে ফাইনালে চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এবারের কোপাতেও দারুণ ফর্মে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। করেছেন হ্যাটট্রিক। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন এবারের আসরেই।
দেশের হয়ে সর্বকালের সেরা হতে মেসির প্রয়োজন একটি ট্রফির। এবার সেই ট্রফির সামনে তিনি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন মেসির হাতে একটি শিরোপা দেখার জন্য। দেখা যাক এবারের আসরে সেই শিরোপা খরা কাটে কি না।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন