শুভ-মাহি ছাড়াই শুরু হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’

আবারও শুরু হচ্ছে চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং। সাভারে আগামী ১৫ নভেম্বর শেষ পর্যায়ের শুটিং শুরু হলেও এবার সেখানে থাকছেন না ছবির নায়ক আরিফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি। তবে শুভ শুটিংয়ে অংশ নেবেন ২০ নভেম্বর, আর মাহি অংশ নেবের ২১ নভেম্বর।
ছবির পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘আগামী ১৫ তারিখ থেকে ছবির শুটিং শুরু করছি। টানা ১৫ দিন শুটিং করব। আশাকরি এরই মধ্যে ছবির সব কাজ শেষ হয়ে যাবে। তবে শুভ ও মাহিকে ছাড়াই ছবির শুটিং শুরু করছি। প্রথম পাঁচ দিন বিভিন্ন শিল্পীদের নিয়ে শুটিং করব। শুভ ও মাহি পরে যোগ দেবেন।’
শুটিংয়ের কতটুকু বাকি আছে তা জানতে চাইলে দীপঙ্কর দীপন বলেন, ‘আমাদের মূল ছবির শুটিং শেষ, এখন শুধু কয়েকটি অ্যাকশন দৃশ্য আছে। এ ছাড়া চারটি গান আছে, যেগুলো দেশেই শুটিং করা হবে। আরেকটি গান ছিল, যেটা আমরা এরই মধ্যে দেশের বাইরে শুটিং করে শেষ করেছি। এডিটিংয়ের কাজও এরই মধ্যে আমরা এগিয়ে নিয়েছি। শুটিং শেষ করেই ডাবিংয়ে যেতে পারব।’
‘ঢাকা অ্যাটাক’ ছবির শুটিং শুরু হয় চলতি বছরের শুরুতে। এরপর ফেব্রুয়ারিতে ছবির টানা শুটিং হয়। শুভ-মাহি ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন এ বি এম সুমন, শিপন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন