শুরুতেই তিন উইকেট নেই পাকিস্তানের

পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ জয় পেলেই দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলতে পারবে লাল-সবুজের দল। সেই লক্ষ্যে শুরুটাও দারুণভাবে করেছে বাংলাদেশ। প্রথম পাঁচ ওভারের মধ্যেই তুলে নিয়েছে পাকিস্তানের তিন উইকেট।
টস হেরে বল করতে নেমে প্রথম ওভারে মাত্র এক রান দিয়েছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে বল করতে এসেই পাকিস্তানের ওপেনার খুররম মনজুরের উইকেট তুলে নিয়েছেন আল-আমিন হোসেন। চতুর্থ ওভারে শারজিল খানকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে সুযোগ পাওয়া আরাফাত সানি। পরের ওভারে পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তুলে নিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের উইকেট।
ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে সদ্য সন্তানের পিতা হওয়া তামিম ইকবাল ফিরেছেন প্রথম একাদশে। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান দলে আসায় বাদ পড়েছেন নুরুল হাসান। মুস্তাফিজের পরিবর্তে দলে এসেছেন আরাফাত সানি।
পাকিস্তান দলে আছে একটি পরিবর্তন। মোহাম্মদ নেওয়াজের পরিবর্তে সুযোগ পেয়েছেন আনোয়ার আলী।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন