শুরুতেই সৌম্যকে হারাল বাংলাদেশ
প্রথম ওভারের শেষ বলটিতে হ্যাজেলউডকে বাউন্ডারি হাঁকালেন। পরের ওভারে প্যাট কমিন্সকে সীমানার বাইরে পাঠালেন। তবে থার্ড স্লিপে ধরা পড়তে পড়তে বেঁচে গেলেন। তবুও একটু স্থিতি হলো না সৌম্যর। কমিন্সের ওভারের পঞ্চম বলে গালিতে থাকা পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়লেন এই তরুণ ওপেনার। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অল-রাউন্ডার নাসির হোসেন স্থান পেয়েছেন একাদশে। তবে বাদ পড়ে আবার ফিরে আসা মুমিনুল হককে বাইরেই থাকতে হলো। ধারণা অনুযায়ীই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পেস সঙ্গী হয়েছেন শফিউল ইসলাম।
সাকিব আল হাসানের দুই ঘূর্ণিসঙ্গী মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।
দুই বড় টাইগার তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। তামিম ইকবালের ওপেনিং পার্টনার যথারীতি সৌম্য সরকার। ৩ নম্বরে ব্যাট করছেন ইমরুল কায়েস। তবে চমক জাগিয়ে ৪ নম্বরের নামটি সাব্বির রহমানের! ৭ নম্বরে যথারীতি নিজের জায়গা ফিরে পেয়েছেন বহুল আলোচিত নাসির হোসেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক+ উইকেটকিপার), সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন