শুরু হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব

শুরু হতে যাচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। দীর্ঘ ছয় দশক ধরে বিশ্বের নানা ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্র শিল্পের প্রসারে বিশেষ অবদান রেখে আসছে।
তারই ধারাবাহিকতায় ‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে উৎসবটি শুরু হবে বলে জানিয়েছে আয়োজক সূত্র।
টিএসসি মিলনায়তনে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে ফিল্ম সোসাইটি আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসবটি।
আগামীকাল ২৩ ফেব্রুয়ারি (১১ ফাল্গুন) সন্ধ্যা ৬ টায় এ উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সম্মানিত সঞ্চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহম্মদ জাহাঙ্গীর হোসেন, মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ভাষা গবেষক ড. সৌরভ সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আলী হায়দার সাগর।
সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র উৎসবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবটি চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই উৎসবটি চলচ্চিত্র প্রর্দশনীর বৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বোল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা হয় সাধারণ দর্শকের সামনে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন