শুরু হচ্ছে তারকাবহুল ‘হারজিৎ’-এর কাজ

শুরু হচ্ছে চলচ্চিত্র ‘হারজিৎ’-এর শুটিং। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন নায়িকা মাহিয়া মাহি ও ছোটপর্দার জনপ্রিয় তারকা সজল। আগামী ২১ তারিখ থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। টানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ শেষ করবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক।
বদিউল আলম খোকন বলেন, ‘আমরা আগামী ২১ তারিখ থেকে ছবির শুটিং শুরু করছি। এরই মধ্যে বাকি সব কাজ গুছিয়েছি। টানা ৩০-৩৫ দিন শুটিং করে ছবির সিক্যুয়েন্স শেষ করার ইচ্ছা রয়েছে। মাঝে কোনো বিরতি দেওয়ার ইচ্ছে নেই।
২১ তারিখ কারা শুটিং করবেন জানতে চাইলে খোকন বলেন, ‘প্রথম দিনই মৌসুমি, ওমর সানী, মাহি, সজল থাকবে। তারকাদের নিয়েই আমি প্রথম দিককার শুটিং প্ল্যান সাজিয়েছি। তারকারাও আমাকে টানা শিডিউল দিয়েছেন। তাঁরাও চাইছেন আমি যেন টানা কাজ করে ছবিটি শেষ করি।’
কোথায় ছবির শুটিং হবে জানতে চাইলে খোকন বলেন, ‘আমার এই ছবির গল্পটাই আসলে এমন যে ঢাকার আশপাশে শুটিং করতে হবে। যে কারণে গানের শুটিং ছাড়া সিক্যুয়েন্সের কাজ আমরা ঢাকার আশপাশেই শেষ করব। গানের শুটিং কোথায় করব এটা এখনই বলতে পারছি না। সিক্যুয়েন্সের শুটিং শেষে একটা বিরতি নেব, তখন গানের শুটিং কোথায় করব সে সিদ্ধান্ত নেব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন