শুরু হচ্ছে ‘মীরাক্কেল ৯’
প্রায় এক বছর নির্বাসিত থাকার পর ফের মীর তার ‘মীরাক্কেল’ নিয়ে ফিরে আসছেন আগামী ১০ই ডিসেম্বর । জি বাংলা কর্তৃপক্ষ ‘মীরাক্কেল’ প্রায় এক বছর বন্ধ রেখেছিল। তবে নতুনভাবে ‘মীরাক্কেল ৯’ শুরু হচ্ছে দুই বাংলার শিল্পীদের নিয়ে। এবারও তার শোয়ে অশ্লীলতা থাবা মারবে কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এ অনুষ্ঠানটির প্রাণ মীর সাফ জানিয়েছেন, সেক্স, পলিটিক্স আর রিলিজিয়ন ছাড়া কমেডি হয় না।
মীর আরও জানিয়েছেন, এই সেদিন একজন বলেছেন, আপনারা যে ননভেজগুলো দেন সেগুলো ভালই লাগে। এই ফ্লেভারটা আমাদের জীবনে আছে। তবে ছেলে দশটা পনেরোতে ঘুমোতে যায়। ননভেজগুলো যদি তার পরে ছাড়েন তাহলে ভাল হয়। এবারের অনুষ্ঠান নিয়ে মীর জানিয়েছেন, এবার কিন্তু ‘মীরাক্কেল’ মানে একটা গোটা পাড়া।
পাড়ার তিন ভাড়াটে পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র রাতের খাওয়া-দাওয়া সেরে এসে ব্যালকনিতে বসেন। আর শ্রীলেখা পাড়ার টপ সেলিব্রিটি বৌদি। এবারের সিজনে দেব ও শুভশ্রিকে আনার খুব ইচ্ছে মীরের। একবার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার। তবে ‘মীরাক্কেল ৯’ নিয়ে শুধু মীরই যে এক্সাইটেড তা নয়, এক্সাইটেড দুই বাংলার দর্শকও।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন