শূন্য রানে আউট হতে আজও কী সৌম্য সরকারকে দলে নিলেন মাশরাফি-সাকিব?
গতকাল বেসরকারী চ্যানেল একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেছিলেন, টাইগারদের একাদশ ও দল নিবার্চন নিয়ে।
সাক্ষাৎকারে পাপন বলেন, জাতীয় দল পছন্দ করে সাজান প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক মাশরাফি ও সহঅধিনায়ক সাকিব আল হাসান। এখন প্রশ্ন হচ্ছে, মাশরাফি ও সাকিব যদি দল সাজান তাহলে শূন্য রানে আউট হতে আজও কী সৌম্য সরকারকে দলে নিলেন মাশরাফি-সাকিব?
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন সৌম্য। এ ম্যাচে পাঁচ নাম্বারে ব্যাট করতে এসে ফিরে গেলেন শূণ্য রানে। ফর্মহীন সৌম্য যেখানে ব্যাট হাতে নেমে ধীরে সুস্থে এগোনোর কথা সেখানে নেমেই হাত ছেড়ে ব্যাট চালান। যার কারণে ফার্গুসনের বল গিয়ে ধরা পড়ে এন্ডারসনের হাতে।
সৌম্য শূণ্য রানে সাজঘরে ফেরার পর বাংলাদেশ ক্রিকেটভক্তদের প্রশ্ন তাহলে কী সৌম্যকেও শূণ্য রানে আউট হতে দলে নিয়েছেন মাশরাফি-সাকিব? তবে দিন দলের সবার ব্যাটিং ব্যর্থতায় রিয়াদের হাফ সেঞ্চুরির সুবাদে কিউইকে ১৪২ রানের টার্গেট দেয় মাশরাফি বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তানভীর হায়দার-শুভাগত হোমকে দলে রাখা নিয়ে দর্শকের বিতর্কে জড়ায়। তানভীরর হায়দার প্রসঙ্গে পাপন সাক্ষাৎকারে বলেন, তানভীন নিয়ে যে এত বিতর্ক, ওকে তো টি-টোয়েন্টি স্কোয়াড়েও রেখেছিল মাশরাফি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন