শূন্য রানে তিন উইকেট, সানির বিরল রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে বৃহস্পতিবার রংপুর রাইডার্স বনাম খুলনা টাইটান্সের ম্যাচে বিরল এক রেকর্ড গড়েছেন স্পিনার আরাফাত সানি। টি২০ ক্রিকেটের ইতিহাসে কোনো রান না দিয়ে ৩ উইকেট শিকারের রেকর্ড গড়েন রংপুরের এ স্পিনার।
দুই ওভারের বেশি বল করে এমন কীর্তি গড়া একমাত্র বোলার তিনি। এর আগে ২০০৭ সালে কোনো রান না দিয়েই ৩ উইকেট নিয়েছিলেন শ্রীলংকার চিলো মারিয়ানস ক্রিকেট ক্লাবের দিনুকা হেত্তিয়ারাচ্চি। তবে তিনি মাত্র ৫ বল করেছিলেন।
বল হাতে নতুন অ্যাকশনে ফিরে আরাফাত সানি ২.৪ ওভার বোলিং করে কোনো রান খরচ না করে তুলে নেন ৩ উইকেট। তার নামের পাশে বোলিং ফিগার এরকম ২.৪-২-০-৩। ইকনোমি রেট ০.০০।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা নেদারল্যান্ডসের বিপক্ষে ২ ওভারে কোনো রান খরচ না করে ১ উইকেট নিয়েছিলেন। তারও ইকনোমি রেট ০.০০। তবে উইকেট সংখ্যায় এগিয়ে থাকায় সানি ছাড়িয়ে গেছেন কুলাসেকারাকে।
তামিল নাড়ুর ক্রিকেটার রনিত মোড়ে ৩ ওভার ২ মেডেনে ১ রানে নিয়েছিলেন ২ উইকেট। তার ইকনোমি রেট ছিল ০.৩৩। তবে কোনো রান না খরচ করে ৩ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার হলেন আরাফাত সানি।
খুলনার বিপক্ষে তৃতীয় ওভারে বল হাতে নেন সানি। এরপর নবম ওভারে ফিরে এসে প্রথম বলেই পান উইকেটের স্বাদ। তার বলে এলবিডাব্লিউ হন আরিফুল হক। তিন বল পর মিড উইকেটে সৌম্যর হাতে ক্যাচ দেন জুনায়েদ খান। খুলনা শিবিরে শেষ পেরেকটি ঠুকিয়ে দেন সানিই। মোহাম্মদ আসহর বোল্ড হন সানির বলে। তাতেই ইতিহাস। দূরন্ত সানির অসাধারণ বোলিং।
ম্যাচ শেষে আরাফাত সানি বলেন: রেকর্ডের ব্যাপারটি মাথায় ছিল না সব সময় চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করা। যতো কম রান দেওয়া যায় এটাই মূল লক্ষ্য ছিল।
“নতুনভাবে বোলিং উপভোগ করছি। এভাবেই যেন বল করে যেতে পারি।”
পরপর দুই ম্যাচেই রংপুর রাইডার্স স্পিনে বাজিমাত করেছে নিজেদের স্পিন শক্তি নিয়ে সানি বলেন, ‘আসলে আমাদের পেসার খুব একটা বেশি নেই। স্পিন উইকেটে ধরছে, আমাদের ভালো ভালো স্পিনার রয়েছে এ জন্য আমরা সফলতা পাচ্ছি। সামনেও এমন সফলতা পাওয়ার চেষ্টা করব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন