শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গান ও ভিডিও
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫২তম জন্মদিন আগামীকাল ১৮ অক্টোবর। ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডিতে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
এই বিশেষ দিন উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি প্রকাশ করেছে ‘ও রাসেল’ শিরোনামের একটি বিশেষ গান। গানটি গেয়েছে শিশুশিল্পী প্রেম ইসলাম। ‘ও রাসেল ও রাসেল তুমি আমাদের প্রিয় ভাই’- এমন কথার গানটি লিখেছেন এবং সুর করেছেন চয়ন ইসলাম। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
গানটি প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘শেখ রাসেলের জন্মদিনে এই গান আমাদের পক্ষ থেকে উপহার স্বরূপ। গানটির মাধ্যমে আমরা শিশু রাসেলকে অকালে হারানোর আবেগ ধরতে চেয়েছি। সেই ভাবনা থেকেই গানটি গাওয়ানো হয়েছে একজন শিশুশিল্পীকে দিয়ে।’
শুধু গানই নয়, এরমধ্যে নির্মিত হয়েছে গানটির গল্পনির্ভর মিউজিক ভিডিও। যেখানে গানের শিল্পী প্রেম ইসলাম ছাড়াও মডেল হিসেবে অংশ নিয়েছেন প্রশংসিত অভিনেতা ফজলুর রহমান বাবু এবং আরমান পারভেজ মুরাদ। আর ভিডিওটি নির্দেশনা দিয়েছেন আবু তৌহিদ হীরন।
১৯৭৫ সালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির দুরন্ত শিশু শেখ রাসেল তার পিতার রাজনৈতিক জীবনকে দেখতে শুরু করেছিল মাত্র। কিন্তু ৭৫ সালের ১৫ আগস্ট নরঘাতকের দল তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন