বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ রেহানার সঙ্গে ছবি: বিএনপি নেতা বহিষ্কার !

অসহিষ্ণু রাজনীতির ভিড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতার সালাম ও তার পিঠে শেখ হাসিনার হাত বুলিয়ে দেয়ার ঘটনায় প্রশংসায় যখন দেশবাসী পঞ্চমুখ তখন যুক্তরাজ্যে ঘটল উল্টো ঘটনা। ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গে ছবি আসার পর যুক্তরাজ্য বিএনপির এক দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ওই নেতা বিএনপির পাশাপাশি যুক্তরাজ্যে টিউলিপের মতই লেবার পার্টির সঙ্গেও জড়িত। আর লেবার পার্টির প্রার্থী বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি শেখ শামসুদ্দিন আহমেদ শামীম। সেখানে ছিলেন শেখ রেহানাও। এস সময় রেহানার পাশে দাঁড়ানো শামীমের ছবি তোলা হয়। ছবিটি পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হয়। এরপর শামীমকে বিএনপি থেকে অব্যাহতি দেয়া হয়। এই সিদ্ধান্তকে তিনি সম্পূর্ণ অগণতান্ত্রিক বলছেন।
tulip
শামসুদ্দিন বলছেন, বাংলাদেশ আর ব্রিটেনের রাজনীতি এক নয়। ব্রিটেনে তিনি লেবার পার্টির সদস্য হিসেবে টিউলিপকে সমর্থন করতেই পারেন। কিন্তু তার মানে এই নয় যে, বাংলাদেশে তিনি বিএনপি করেন না।

বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনার মেয়ে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী এবার দ্বিতীয়বারের মত পার্লামেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন। তার পক্ষে বাঙালিদের মধ্যে আছেন বিএনপির যুক্তরাজ্য শাখার সহসভাপতি শেখ শামসুদ্দিন আহমেদ শামীমও।

কিন্তু শামীমের এই অবস্থান পছন্দ হচ্ছে না যুক্তরাজ্য বিএনপির। বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ শুক্রবার শামীমকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার পূর্ব লন্ডনের এক হলে সংবাদ সন্মেলনে শেখ শামসুদ্দিন আহমেদ শামীম বলেন, ‘২১ বছর বয়স থেকে বিএনপির সঙ্গে আছি। দীর্ঘ ২০ বৎসর সেন্ট্রাল লন্ডন বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি আমি বৃটিশ রাজনৈতিক দল লেবার পার্টির সঙ্গে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘গত শনিবার টিউলিপের নির্বাচনী প্রচারণায় একজন লেবার কর্মী হিসেবে মেয়র সাদিক খানের সঙ্গে অংশ নিয়েছিলাম। সেখানে শেখ রেহেনার সঙ্গে গ্রুপ ছবি কে বা কারা ফেসবুকে আপলোড করে।’
sakku
শেখ শামসুদ্দিন আহমেদ শামীমের বলেন, ‘লেবার এমপি টিউলিপের নির্বাচনী প্রচারণা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া ও শেখ রেহেনার সাথে ছবি ফেইসবুকে আসায় যুক্তরাজ্য বিএনপি আমাকে অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে। যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক।’ তিনি বলেন, ‘রাষ্ট্রপ্রতির সঙ্গে ছবি থাকার পরও যুক্তরাজ্য বিএনপি সেলিম উদ্দিন নামে একজনকে নর্থ ওয়েস্ট বিএনপি সভাপতি করেছে। অথচ একটা গ্রুপ ছবিতে শেখ রেহেনার সঙ্গে দেখায় আমাকে অবহ্যাতি অত্যন্ত দুঃখজনক। অথচ বাংলাদেশের রাজনীতির সঙ্গে বৃটিশ রাজনীতির করার কোন সর্ম্পক নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের