শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ হাসিনাকে মমতার আমন্ত্রণ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

গতকাল শনিবার রাতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ তথ্যটি নিশ্চিত করেছেন।

কয়েকদিন ধরে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয় নিয়ে নানা মহলে কানাঘুষা চললেও নিশ্চিতভাবে কেউ কিছু জানাতে পারছিলেন না।

অবশেষে গত রাতে উপরাষ্ট্রদূত জকি আহাদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে ২১১ টি আসন পেয়ে বিপুল জয় পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মে কলকাতার রেড রোডে শপথ নেবে মমতা বন্দোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভা। ওই অনুষ্ঠানে কাদের আমন্ত্রিতদের তালিকায় রাখা হবে তা নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা জল্পনা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে। এরইমধ্যে তাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসায় মমতাকে অভিনন্দন জানিয়েছিলেন বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মমতার এই জয়ে দুই বাংলার সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করার পাশাপাশি মমতাকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া জয় নিশ্চিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ।

এবারই প্রথা ভেঙে রাজভবনের বদলে শপথ গ্রহণের অনুষ্ঠান হবে রেড রোডে। বেশি সংখ্যক মানুষকে এই ঐতিহাসিক জয়ের সাক্ষী করতেই মমতার এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।

এদিকে তৃণমূল কংগ্রেসের বিধানসভার পরিষদীয় দলের নেত্রী হিসেবে সর্বসম্মতভাবে নির্বচিত হয়েছেন দলের প্রধান মমতা বন্দোপাধ্যায়। গত শুক্রবার সকালে কালীঘাটে দলের নব নির্বাচিত বিধায়কদের সাথে বৈঠকে বসেন মমতা। সেখানেই মমতাকে পরিষদীয় দলনেত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ