বুধবার, আগস্ট ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ হাসিনাকে মমতার আমন্ত্রণ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

গতকাল শনিবার রাতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ তথ্যটি নিশ্চিত করেছেন।

কয়েকদিন ধরে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয় নিয়ে নানা মহলে কানাঘুষা চললেও নিশ্চিতভাবে কেউ কিছু জানাতে পারছিলেন না।

অবশেষে গত রাতে উপরাষ্ট্রদূত জকি আহাদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে ২১১ টি আসন পেয়ে বিপুল জয় পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মে কলকাতার রেড রোডে শপথ নেবে মমতা বন্দোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভা। ওই অনুষ্ঠানে কাদের আমন্ত্রিতদের তালিকায় রাখা হবে তা নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা জল্পনা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে। এরইমধ্যে তাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসায় মমতাকে অভিনন্দন জানিয়েছিলেন বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মমতার এই জয়ে দুই বাংলার সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করার পাশাপাশি মমতাকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া জয় নিশ্চিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ।

এবারই প্রথা ভেঙে রাজভবনের বদলে শপথ গ্রহণের অনুষ্ঠান হবে রেড রোডে। বেশি সংখ্যক মানুষকে এই ঐতিহাসিক জয়ের সাক্ষী করতেই মমতার এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।

এদিকে তৃণমূল কংগ্রেসের বিধানসভার পরিষদীয় দলের নেত্রী হিসেবে সর্বসম্মতভাবে নির্বচিত হয়েছেন দলের প্রধান মমতা বন্দোপাধ্যায়। গত শুক্রবার সকালে কালীঘাটে দলের নব নির্বাচিত বিধায়কদের সাথে বৈঠকে বসেন মমতা। সেখানেই মমতাকে পরিষদীয় দলনেত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা