শেখ হাসিনাকে লেখা চিঠিতে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে গেলেন সু চি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রোহিঙ্গা ইস্যুতে এক চিঠি লিখেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য বিভিন্ন বিষয়ে তার দেশ সুরাহা করতে চায় বলে চিঠিতে উল্লেখ করলেও ‘রোহিঙ্গা’ শব্দটিকে কৌশলে এড়িয়ে গেছেন সু চি।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই এক প্রতিবেদনে বলছে, মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ কিয়াও তিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই চিঠি হস্তান্তর করেছেন; যিনি সম্প্রতি অং সান সুচির বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফর করেন।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের স্টেট কাউন্সিলরের দেয়া চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন। চিঠিতে তিনি আস্থা প্রকাশ করে বলেছেন, মিয়ানমার এবং বাংলাদেশের পারস্পরিক বোঝাপড়া, ভালো প্রতিবেশী সম্পর্কের ফলে উভয় দেশের উদ্বেগপূর্ণ বিষয়ে সুরাহা করা সম্ভব হবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, পুলিশের নিরাপত্তা চৌকিতে গত ৯ অক্টোবরের হামলার পর যারা মিয়ানমার থেকে পালিয়েছে বলে প্রমাণ রয়েছে; তাদের যাচাই-বাছাই এবং প্রত্যাবাসনের জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে উভয় দেশ।
মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ কিয়াও বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ.এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতসহ বিশ্ব সম্প্রদায়কে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করার আহ্বান জানায় মিয়ানমার। একই সঙ্গে ‘রোহিঙ্গা’র পরিবর্তে রাখাইন রাজ্যের মুসলিম সম্প্রদায় হিসেবে সম্বোধনের আহ্বান জানায় দেশটি।
মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায় রোহিঙ্গাদের সেদেশের নাগরিক হিসেবে স্বীকার করে না; কয়েক প্রজন্ম ধরে দেশটিতে বসবাস করে এলেও রোহিঙ্গাদেরকে অবৈধ অভিবাসী বাঙালি হিসেবে মনে করে বৌদ্ধরা।
সূত্র : নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন