শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি : খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল। তাঁর দল শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এ কথা বলেন। তিনি আজ রাজশাহী বার আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বলেন, পরগাছাদের পরামর্শে আওয়ামী লীগই ধ্বংস হচ্ছে। ক্ষমতায় গেলে বিএনপি নতুন ধারার রাজনীতি উপহার দেবে। তিনি অভিযোগ করেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ইস্যুতে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে কিছু গণমাধ্যম।
বিএনপির চেয়ারপারসন বলেন, বিএনপিকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বরং নিজেদের ভুলেই আওয়ামী লীগই দিন দিন ধ্বংস হচ্ছে। খালেদা জিয়া বলেন, বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। ক্ষমতায় গেলেও কেউ প্রতিহিংসার স্বীকার হবে না বলেও আশ্বাস দেন তিনি।
কেন্দ্র থেকে জেলা পর্যায়ের আর কমিটি করা হবে না। তৃণমূল নেতারাই জেলা কমিটি করবেন বলে ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন