শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা বিজেপি নেতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব।
আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে দেখা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রেস ব্রিফিং করেন।
রাম মাধব বলেন, ‘বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসার যোগ্য। তাঁর ওপর ন্যস্ত দায়িত্ব বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব দিয়ে এগিয়ে নেওয়ার কারণে বাংলাদেশে উন্নয়ন দেখা যাচ্ছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে।’
বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে কথা বলতে গিয়ে মাধব বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ নির্বাচনের ওপর সকল রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায়’ সঠিক পথে চলতে হবে। নির্বাচনে অংশগ্রহণ করলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে।”
এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় বিজেপির সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।’ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখায় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ধন্যবাদও দেন তিনি। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন