‘শেখ হাসিনা আরো তিনবার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন’
কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো তিনবার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে তাঁর এ কন্যা দেশের জন্য যে বিপুল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছেন তাতেই তাঁর আরো তিনবার প্রধানমন্ত্রী হওয়া দরকার।
স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আজ সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ শোকসভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
রেলমন্ত্রী বলেন, দেশ ও মানবতার শত্রু মৌলবাদী গোষ্ঠী সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা করে দেশের উন্নয়নের বাধা সৃষ্টি করতে চায়। তিনি জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
কুমিল্লায় নাশকতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদোগে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ওইসব কর্মসূচির মধ্যে দলীয় কার্য্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন