শেরপুরে নাট্যকর্মীকে কুপিয়ে হত্যা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে আশরাফ আলী (৩৫) নামে এক নাট্যকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আশরাফ আলী জঙ্গলদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল ও স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রোববার রাতে নাট্যকর্মী আশরাফকে তার সহকর্মী মামুন ও তার সমর্থকরা বেদম পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এরপর সেখানে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আশরাফের স্ত্রী কাঞ্চন বেগম বাদী হয়ে ২৩ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নকলা ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ
তথ্য প্রদানে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্তবিস্তারিত পড়ুন
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী
শেরপুরে মাসুদা বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যারবিস্তারিত পড়ুন
শিশু রনিকে যুবক বানিয়ে মামলা, অবশেষে জামিন
শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘরাকান্দি ইউনিয়নে একটি মারপিটের মামলায় রনি নামেবিস্তারিত পড়ুন