শেরপুরে বন্য হাতির হামলায় এক নারীর মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম বাঁকাকুড়া গ্রামে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বন্যহাতির আক্রমণে চিবিরণ বেগম (৪৩) নামে একজন হত দরিদ্র নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী পশ্চিম বাঁকাকুড়া গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। এ নিয়ে শেরপুরের সীমান্তে গত একমাসে হাতির পায়ে পিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে একদল বন্য হাতি পশ্চিম বাঁকাকুড়া গ্রামে হামলা চালায়। এ সময় ছোটাছুটি করে পালাতে গিয়ে ওই নারী বন্য হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই সময়ে একটি বসত ঘর বন্যহাতির দল গুড়িয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্যহাতির দল ওই গ্রামেই অবস্থান করায় সেখানকার মানুষ আতঙ্কে রয়েছে।
বেশ কিছুদিন ধরে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির উপদ্রব চলছে। সীমান্ত এলাকার লোকজন বন্যহাতির কবল থেকে ক্ষেতের ধান, ঘরবাড়ি ও জানমাল রক্ষা করতে রাত জেগে গ্রামে পাহারা দিচ্ছে। মানুষজন মশাল জ্বালিয়ে ও আবর্জনায় আগুন জ্বালিয়ে এবং পটকা ফাঁটিয়ে বন্যহাতির কবল থেকে রক্ষা পাবার চেষ্টা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নকলা ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ
তথ্য প্রদানে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্তবিস্তারিত পড়ুন
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী
শেরপুরে মাসুদা বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যারবিস্তারিত পড়ুন
শিশু রনিকে যুবক বানিয়ে মামলা, অবশেষে জামিন
শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘরাকান্দি ইউনিয়নে একটি মারপিটের মামলায় রনি নামেবিস্তারিত পড়ুন