শেরপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ছয়জন কারাগারে
শেরপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় নালিাতাবাড়ীর এক ইউপি চেয়ারম্যান, দুই ইউপি মেম্বার এবং গ্রাম্য মাতবরসহ গ্রেপ্তারকৃত ছয়জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার বিকেলে গ্রেপ্তারদের নালিতাবাড়ী থানা পুলিশ আদালতে সোপর্দ করলে উর্ধ্বতন বিচারিক হাকিম মুমিনুন্নেছা খানম তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশের আদালত উপ-পরিদর্শক (সিএসআই) আব্দুল আজিজ জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আগামী রবিবার ধর্ষণ চেষ্টাকারী ইমাম হাফেজ আজিজুল হকের তিনদিনের রিমান্ড শুনানী এবং একইসাথে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তারকৃতদের জামিনের শুনানীর তারিখ ধার্য্য করেছে আদালত।
নালিতাবাড়ী থানার ওসি মো. ফসিহুর রহমান ইউপি চেয়ারম্যান-মেম্বার সহ ৬ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা আপস করে ধামাচাপা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গত ৪ জুলাই সকালে নয়াবিল ইউনিয়নের মৌয়াকুড়া মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক হাফেজ আজিজুল হক (৬০) ওই মক্তবের ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণ করার চেষ্টা করে।
এ ঘটনায় বুধবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কয়েকজন মেম্বার এক সালিসী বৈঠক করে ইমামের ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করে। পরে ওই ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। তবে সালিশের সিদ্ধান্তে ভুক্তভোগীর পরিবার সন্তুষ্ট না হয়ে ন্যায়বিচার দাবি করেন। কিন্তু তাদেরকে সালিসকারিরা হুমকি-ধামকি, এবং ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করে।
এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রাতে ওই শিশুটির মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টা ও সহযোগিতার অভিযোগ এনে ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার রাতে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ছয়জনকে গ্রেপ্তার করে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন