শেষের নায়ক সেই তাসকিন
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের শেষ দিকে রোমাঞ্চ এনে দেন তাসকিন আহমেদ। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই আফগানদের বিপক্ষে বাংলাদেশের ৭ রানের জয়ের নায়ক বনে যান তিনি। ম্যাচটিতে ৪টি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন তাসকিন।
নিজের প্রথম ওভারের প্রথম বলেই চমক দেখান তাসকিন। আফগান দলের মারকুটে ব্যাটসম্যান শেহজাদকে ক্যাচ তুলে দেন ইমরুল কায়েসের হাতে। কিন্তু ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
অবশেষে উইকেট পান তাসকিন। ৪৮তম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে মোহাম্মদ নবীকে (৩০) সাজঘরে ফেরান তিনি। একই ওভারের শেষ বলে আফগান আসগর স্টানিকজাইকে প্যাভিলিয়নের পথ ধরান তিনি। ১০ রানে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন আফগান অধিনায়ক।
ম্যাচের শেষ ওভারে বল হাতে নেন তাসকিন। এ ওভারেও তুলে নেন দুটি উইকেট। ওই ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরান মিরওয়াজ আশরাফকে। আর শেষ বলে সাব্বির রহমানের তালুবন্দী করান দৌলত জাদরানকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন