শেষ চারে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের হারে বাংলাদেশের স্বস্তি

সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেলে সব শেষ হয়ে যেত। বৃষ্টির আর্শিবাদে নিশ্চিত হারার ম্যাচে এক পয়েন্ট পেয়ে আশা বেঁচে আছে বাংলাদেশের। ৯ তারিখ কার্ডিফে নিউজিল্যান্ডকে যদি হারানো যায়, রান রেট যদি ভালো থাকে, ইত্যাদি ‘যদি’র সঙ্গে আরো কিছু হিসেব নিকেশ তো আছেই।
সেই হিসেব নিকেশের একটা হলো, ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের হেরে যাওয়া। মঙ্গলবারের এ ম্যাচটার দিকে সঙ্গতকারণেই পাখির চোখ ছিল মাশরাফিদের। হ্যাঁ, বাংলাদেশের চাওয়াটাই বাস্তব রূপ পেল। কার্ডিফে কিউইদের দাঁড়াতেই দিল না ইংল্যান্ড।
৮৭ রানের বিরাট ব্যবধানে নিউজিল্যান্ডকে উড়িযে সবার আগে শেষ চারে স্বাগতিক ইংল্যান্ড। দুই ম্যাচে বাংলাদেশের মতো নিউজিল্যান্ডেরও এখন কেবল এক পয়েন্ট।
ইংল্যান্ডের এ জয়ে খুশি বাংলাদেশ। এতে করে শেষ চারে ওঠার সম্ভাবনা উঁকি মারছে বাংলাদেশের। এখন নিউজিল্যান্ডকে যদি হারিয়ে দিতে পারে তাহলে সেমির আশা ভালোই টিকে থাকবে। শুধু টিকে থাকবে না, ১০ জুনি যদি ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে চোখ বন্ধ করে শেষ চারে ওঠে যাবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডকে যদি হারানো যায়, অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড হেরে গেলে রান রেটের ব্যাপারটা সামনে আসবে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যে যে দলের রান রেট ভালো থাকবে তারাই ওঠে যাবে সেমিতে। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিউজিল্যান্ডকে হারানো। কিন্তু হারলে সব শেষ।
এই টুর্নামেন্টে যে ইংল্যান্ড এক নম্বর ফেভারিট সেটা আবারও প্রমাণ হলো। এদিন নিউজিল্যান্ডকে এতটুকু পাত্তা দেয়নি মরগানের দল। প্রথমে ব্যাট করে ৩১০ রানের বিরাট স্কোর গড়ে তোলে তারা। খুব বড় ইনিংস কেউ না করলেও সবাই রান পাওয়ায় অনায়াসেই এই স্কোর দাঁড় করে ফেলে ইংরেজরা।
জবাবে ৬৩ রানে দুই উইকেট হরালেও উইলয়ামসন ও রস টেলরের ব্যাটে মাঝখানে ঘুরে দাঁড়িয়েছিল কিউইরা। কিন্তু উইলিয়ামসন ৮৭ ও টেলরর ৩৯ রানে ফিরে যাবার পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে কিউই ব্যাটিং। ২২৩ রানই শেষ হয়ে যায় তাদের ইনিংস। প্লানকেট এ ম্যাচেও বল হাতে আলো ছড়িয়েছেন। ৫৫ রানে ৪ উইকেট নিয়ে কিউই ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙ্গে দেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৯.৩ ওভারে ৩১০/১০ (জেসন রয় ১৩, অ্যালেক্স হেলস ৫৬, জো রুট ৬৪, ইয়ন মরগান ১৩, বেন স্টোকস ৪৮, জস বাটলার ৬১, মঈন আলী ১২, আদিল রশিদ ১২, লিয়াম প্লাঙ্কেট ১৫, মার্ক উড ০, জ্যাক বল ০; অ্যাডাম মিলনে ৭৯/৩, ট্রেন্ট বোল্ট ৫৬/১, কোরি অ্যান্ডারসন ৫৫/৩, মিচেল স্যান্টনার ৫৪/১, টিম সাউদি ৪৪/২)
নিউজিল্যান্ড: ৪৪.৩ ওভারে ২২৩/১০ ( গাপটিল ২৭, রনচি ০, উইলিয়ামসন ৮৭, টেলর ৩৯, ব্রুম ১১, নিশাম ১৮; প্লানকেট ৪/৫৫, বেল ২/২১, রশিদ ২/৪৭)
ফল : ইংল্যান্ড ৮৭ রানে জয়ী
ঢাকাটাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন