শেষ দশ ওভারের ব্যাটিং নিয়ে চিন্তিত মাশরাফি
আফগানিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল ব্যাটিং। দলের টপ অর্ডারদের অনেকেই খুব একটা সাফল্য পাচ্ছিলেন না। দলের শেষ ১০ ওভারের ব্যাটিং ছিল বলতে গেলে যাচ্ছেতাই। ইংল্যান্ড সিরিজের আগেও তা ভাবাচ্ছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
শুক্রবার শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক গত সিরিজে এই জায়গাটায় (শেষ ১০ ওভার) আমরা খুব একটা ভালো করতে পারিনি। অবশ্য প্রথম ম্যাচে সেট ব্যাটসম্যানরা আউট হয়ে না গেলে এ রকম হতো না। আর দ্বিতীয় ম্যাচে তো আমাদের পুরো ব্যাটিংই ভেঙে পড়েছে। শেষ ম্যাচে মোটামুটি ভালো করেছি।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ১০ ওভারে ব্যাটিংয়ে ভালোভাবে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের যে জায়গাগুলোতে ভুল হচ্ছে, সে জায়গাগুলো আরো ভালোভাবে শুধরাতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে শেষের দিকে ৫-১০ রানও অনেক সময় বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই এই বিভাগ নিয়ে আমাদের আরো কাজ করতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন