শেষ ধাপে ‘সর্বোচ্চ সতর্কতা’ চায় ইসি

ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপে এসে ‘সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা’ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সাত শতাধিক ইউপিতে ভোটের আগের দিন এ নির্দেশ এলো।
এর আগে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শতাধিক লোকের প্রাণহানি, সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, আগের রাতে সিল মারাসহ নানা অনিয়মের পর ‘সর্বোচ্চ সতর্কতা’ চাইল ইসি।
সেই সঙ্গে অনিয়মের অভিযোগে টাঙ্গাইলে এক এএসপি এবং ঝিনাইদহে ওসি পর্যায়ের দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
ফেব্রুয়ারিতে প্রথম পর্বের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির তথ্য গণমাধ্যমে এসেছে। সহস্রাধিক আহত ও গোলযোগ, অনিয়মের অভিযোগও রয়েছে।
সহিংসতা-অনিয়ম অব্যাহত থাকায় শেষ ধাপের ভোট নিয়েও শঙ্কায় সংশ্লিষ্টরা। সহিংসতা-অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারায় সমালোচনার মুখে রয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটিও।
প্রথমবারের মতো দলভিত্তিক ইউপি ভোট হচ্ছে। অনিয়ম-সহিংসতা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করে আসছে। সেই সঙ্গে ক্ষমতাসীনরা সুষ্ঠু নির্বাচন হচ্ছে দাবি করে এলেও ‘তামাশার ভোট’ বলে অভিযোগ করে আসছে বিএনপি।
নির্বাচন পর্যবেক্ষকরাও হতাশ এত সহিংসতায়। ‘শেষ ভালো যার সব ভালো তার’ তা উপলব্ধি করে শেষটায় আলাদা উদ্যোগ নেবে বলে মনে করেন তাঁরা।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদও সহিংস ভোট নিয়ে উষ্মা প্রকাশ করে ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার অভিযান’ ভালো না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দিকে আঙুল তোলেন।
বিদ্যমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ গেল কমিশনের।
আজ শুক্রবার স্বরাষ্ট্রসচিব বরাবর ইসির কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, এরই মধ্যে চলমান ইউপি নির্বাচনে পাঁচ পর্ব শেষ হয়েছে। ৪ জুন ষষ্ঠ ও শেষ পর্বের ভোট হবে। পঞ্চম পর্বের ভোটেও বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানি ঘটেছে এবং কিছু প্রাণহানি হয়েছে, যা কোনোমতেই কাম্য নয়।
‘এ অবস্থায় শেষ পর্বের ইউপি নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তজ্জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন’ স্বরাষ্ট্রসচিবকে বলা হয় চিঠিতে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শকসহ র্যাব, আনসার, বিজিবি মহাপরিচালককেও পাঠানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন