শেষ পর্যন্ত কোনো কাজেই আসলো না সাকিবের সেই ২১৭ রান
কিউদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন সাকিব আল হাসান। ২১৭ রানের ইনিংস খেলেন সাকিব। কিন্তু কোনো কাজেই আসলো না সাকিবের ডাবল সেঞ্চুরি।
এর পরেও ৭ উইকেটের বড় পরাজয় হয়েছে বাংলাদেশের। সাকিব আল হাসান ম্যান অফ দ্যা ম্যাচও হতে পারেননি। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের টম লাথ্যান।
প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৫৯৫ রান। প্রথম ইনিংসে কিউরা করে ৫৩৯ রান। প্রথম ইনিংসে শক্তির বিচারে কিছুটা এগিয়ে ছিলো বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ইনিংসে খুবই বাজে খেলে বাংলাদেশ।
সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ১৬০ রান। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩টি উইকেট হারিয়ে ২১৭ রান করে নিউজিল্যান্ড। আর এর সুবাধেই জয় আসে কিউইদের।
৭ উইকেটের বড় জয় পেয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের কিছুটা দাপটের বড় জবাব দিলো তারা। শেষ মুহূর্তে বাংলাদেশ অসহায় আত্মসমর্পণই করলো। নিউজিল্যান্ডে বাংলাদেশ দল ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে। এবার টেস্টেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পথে কিউইরা। বাংলাদেশ কিউদের সাথে যোগ্যভাবে পাঞ্জা লড়তে তো পারছেই না!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন