শেষ পর্যন্ত টাকার কাছে বিক্রি লিওনেল মেসি
লিওনেল মেসির বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ । আফ্রিকার দেশ গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গ-র আমন্ত্রণে গ্যাবন গিয়ে বিতর্কে জড়ালেন মেসি। অভিযোগ, আফ্রিকার সবচেয়ে দুর্নীতিগ্রস্থ শাসকদের মধ্যে অন্যতম কুখ্যাত আলি বঙ্গ-র হয়ে প্রচারের জন্য ২৪ লক্ষ পাউন্ড নগদ নিয়েছেন মেসি।
আলি বঙ্গ-র মতো কুখ্যাত শাসকের হয়ে প্রচারে স্রেফ টাকার জন্য মেসির মতো ভাবমূর্তির ফুটবলার কী ভাবে রাজি হয়ে গেলেন, তা নিয়েই আলোড়ন পড়ে গিয়েছে তামাম দুনিয়ায়।
আফ্রিকার সবচেয়ে দুর্নীতিগ্রস্থ শাসকদের তালিকায় প্রথম সারিতেই নাম আসে আলি বঙ্গ-র। তাঁর নিজের দেশ গ্যাবনের একটা বড় অংশ প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষুব্ধ। গ্যাবনের যুব সম্প্রদায় রীতিমতো ফুঁসছে আলি বঙ্গ-র বিরুদ্ধে।
মেসি ২৪ লক্ষ পাউন্ডের বিনিময়ে গ্যাবনে গিয়ে আলি বঙ্গ-র প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিলেন। বার্সেলোনার স্ট্রাইকারকে মূলত আমন্ত্রণ করা হয়েছিল ২০১৭-র আফ্রিকা কাপ অফ নেশনস স্টেডিয়ামের শিলান্যাসের জন্য। এছাড়াও আলি বঙ্গ-র সরকারের হয়ে দিনভর প্রচারেও দেখা যায় মেসিকে।
স্টেডিয়ামেরশিলান্যাসের পাশাপাশি আলি বঙ্গ-র পরিবারের একটি অভিজাত রেস্তোরাঁরও উদ্বোধন করেন মেসি। অতীতের ফরাসি উপনিবেশ গ্যাবনে ২০০৯ সাল থেকে প্রেসিডেন্ট আলি বঙ্গ। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল, আলি বঙ্গ নিজের বার্থ সার্টিফিকেটের জাল করে প্রেসিডেন্ট হয়েছেন। অভিযোগ, আলি বঙ্গ আসলে নাইজেরীয়।
গ্যাবনের আইন অনুযায়ী, বিদেশে জন্মানো কোনও ব্যক্তি দেশের প্রেসিডেন্ট হতে পারবে না। শুধু তা-ই নয়, সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকার তছরূপ ও মানবাধিকার লঙ্ঘনের একাধিক মামলা চলছে আলি বঙ্গর বিরুদ্ধে। আলি বঙ্গ-র বাবা ওমর বঙ্গকে বলা হত, বিশ্বের সবচেয়ে ধনী শাসক। প্যারিস মিলিয়ে বিশ্বের নানা জায়গায় আলি বঙ্গর মোট ৩৯টি বিলাসবহুল বাড়ি রয়েছে।
এহেন আলি বঙ্গ-কে পূর্ণ সমর্থন করে সংবাদ মাধ্যমগুলির তীব্র সমালোচনার মুখে লিওনেল মেসি। যদিও মেসির দাবি, তিনি কোনও ভুল কাজ করেননি।খবর টাইমস অব ইন্ডিয়া’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন