শেষ প্রহর বদলে এখন ছিটমহল
সবকিছু ঠিক থাকলেও শেষ দিকে এসে বদলে গেল সব। আসলে ৬৫ বছর পর সদ্য মীমাংসিত বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহলের ওপর নির্মিত চলচ্চিত্রটির নাম শুরু থেকে ছিল ‘শেষ প্রহর’। এইচ আর হাবিবের নির্দেশনায় এই নামেই এতদিন ছবির শ্যুটিং হয়েছে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে ছবির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ছবির নতুন নাম ‘ছিটমহল’। বিষয়টি জানিয়েছেন ছবিটির অন্যতম অভিনেতা ও সহপ্রযোজক শিমুল খান।
তিনি জানান, ছবির গল্পের দাবিতেই নামটি শেষ পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। ফলে ছবির গল্পের সঙ্গে নামের সংযোগও খুঁজে পাবেন দর্শকরা।
ভিন্ন ধারার এই ছবিতে শিমুল খান ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, উজ্জল কবির হিমু, সজল (মীরাক্কেল), ডনসহ আরও অনেকে।
শিকড় কথাচিত্রের ব্যানারে নির্মিতব্য এ ছবির সার্বিক সহযোগিতায় এবং সহ প্রযোজনায় রয়েছে শিমুল খান মোশন পিকচার্স।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন