শেষ বেলায় আর পারলেন না প্যাটেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বের দুই ম্যাচেই ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল রাজশাহী কিংস। তবে ফাইনালে পেরে ওঠেনি দলটি। রাজশাহীর আগের দুই ম্যাচের জয়ের নায়ক সামিত প্যাটেল ফাইনালে এসে পুরোপুরি অনুজ্জ্বল। এদিন আর তিনি পারেননি রাজশাহীকে জেতাতে। ফলে বড় ব্যবধানেই হারতে তাদের।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রাজশাহী। শুরুতেই নুরুল হাসানকে হারিয়ে চাপে পড়ে তারা। মাঝে সাব্বির-মুমিনুল জুটি আশা দেখালেও তা আর হয়ে ওঠেনি। ঢাকার বিপক্ষে প্যাটেলের দিকেই তাকিয়ে ছিলেন রাজশাহী সমর্থকরা; কিন্তু তিনিও তাদের হতাশ করলেন।
চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৭ রান করে আউট হক প্যাটেল। ১২ বলে ১টি চারের সাহায্যে এ রান করেন তিনি। তবে এর আগে বল হাতে দারুণ খেলেছিলেন তিনি। দুই ওভার বল করে ৮ রান দিয়ে পেয়েছেন আন্দ্রে রাসেলের উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন