শেষ মুহূর্তে জয় হাতছাড়া লিভারপুলের
লিভারপুল সমর্থকদের উৎসব শেষ মুহূর্তে মাটি করে দিয়েছে পুঁচকে এএফসি বোর্নমাউথ। ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে শেষ মুহূর্তের গোলে ২-২ ড্র নিয়ে ফিরেছে দলটি।
বুধবার রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে জর্জিনিয়ো ভিনালডামের হাস্যকর ভুলে পিছিয়ে পড়ে লিভারপুল। নেদারল্যান্ডসের এই মিডফিল্ডারের ব্যাক পাস গোলরক্ষকের কাছে পৌঁছানোর আগে দ্রুত দৌড়ে গিয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন বেনিক আফোবে।
প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ৪০তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। রবের্ত ফিরমিনোর ছোট পাস থেকে গোলরক্ষককে সহজেই পরাস্ত করেন স্বদেশি ফিলিপে কৌতিনিয়ো। প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে জুনিনিয়োর সর্বোচ্চ ২৯ গোলের রেকর্ড ছুঁলেন কৌতিনিয়ো।
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারত লিভারপুল। কিন্তু নাথানিয়েল ক্লাইনের শট পোস্টে লেগে ফেরে। ৫৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় দলটি। ডি-বক্সের ভেতরের ডান দিক থেকে ভিনালডামের বাড়ানো ক্রস নিখুঁত হেডে বোর্নমাউথের জালে পৌঁছে দেন ডিভোক ওরিগি।
শেষ মুহূর্তে লিভারপুল সমর্থকদের উৎসব মাটি করে দেয় বোর্নমাউথ। ডি-বক্সের জটলার মধ্যে থেকে স্কোরলাইন ২-২ করেন নরওয়ের মিডফিল্ডার জশুয়া কিং। এই ড্রয়ের পর ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল।
একই রাতে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছেছে চেলসি। ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট আন্তোনিও কোন্তের দলের। চতুর্থ স্থানে থাকা সিটির পয়েন্ট ৫৮।
সোয়ানসি সিটির মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরা টটেনহ্যাম হটস্পার ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
নিজেদের মাঠে মেসুত ওজিলের নৈপুণ্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারানো আর্সেনাল ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন