সোমবার, অক্টোবর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেষ মূহূর্তে সিম রেজিস্ট্রেশনে গ্রাহকদের ব্যাপক ভিড়

বাংলাদেশে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের সময়সীমা আগামীকাল শেষ হতে যাচ্ছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত আট কোটি ৩৮ লাখ সিম রেজিস্ট্রেশনের কাজ হয়েছে। শেষের দিকে এসে বিভিন্ন কেন্দ্রগুলোতে আজ শুক্রবার সারাদিন গ্রাহকদের ব্যাপক ভিড় দেখা গেছে। এদিকে নির্ধারিত সময়ে সবগুলো সিমের রেজিস্ট্রেশন শেষ করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে মোবাইল ফোন কম্পানিগুলো আশঙ্কা প্রকাশ করছেন।

আজ শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় মানুষের ভিড় দেখা গেল। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত সিম রেজিস্ট্রেশনের কাজ শেষ করেছেন একজন গ্রাহক মিজানুর রহমান। তিনি বলেন, গত কয়েকদিনে তিনি রেজিস্ট্রেশনের জন্য দফায় দফায় চেষ্টা করেছেন। শুক্রবার সকালে এসে সফলতার মুখ দেখেন। মাঝে মধ্যেই সার্ভারের ধীর গতি ও তা শ্লো হয়ে যাওয়ায় এ ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

সিম রেজিস্ট্রেশনের জন্য প্রথম দিকে অনেকে তেমন একটা গুরুত্ব না দিলেও শেষ দিকে অনেকের টনক নড়েছে। সে জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অনেকে তাদের কাজ সেরে নিয়েছেন। একজন গ্রাহক নিলুফার রহমান জানালেন, সংযোগ বন্ধ হয়ে যাবার আশঙ্কা থেকেই তিনি শুক্রবার রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেছেন।

তিনি বলেন, “আগে এটার গুরুত্ব বুঝি নাই। এখন দেখলাম এটা করতেই হবে। সে জন্য করলাম।”

যারা রেজিস্ট্রেশনের কাজ করছেন তারা বলছেন, শেষের দিকে গ্রাহকের চাপ বেড়ে যাওয়ায় সার্ভারে সমস্যা তৈরি হচ্ছে।

রেজিস্ট্রেশনের কাজ করছেন এমন একজন ব্যক্তি জানালেন, শুক্রবার বেলা ১১টা পর্যন্ত তিনি যতগুলো আঙুলের ছাপ নিয়েছেন সেগুলোর রেজিস্ট্রেশন শেষ করতে পারেননি। কারণ সার্ভার কাজ করছে না।

সরকারি হিসেবে বাংলাদেশে মোবাইল সংযোগের সংখ্যা ১৩ কোটির কিছুটা বেশি। এখনো সাড়ে চার কোটির মতো সিম রেজিস্ট্রেশন বাকি আছে।

গ্রামীণ ফোনের চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন জানালেন, এখনো পর্যন্ত তাদের সত্তর শতাংশের মতো সিম রেজিস্ট্রেশন হয়েছে।

মি: হোসেন বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করার জন্য নিবন্ধন প্রক্রিয়ার গতি ধীর হয়ে যায়। তিনি আরো বলেন, আমরা যে গতিতে কাজ করছিলাম সেটি যদি বজায় রাখতে পারতাম তাহলে রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়ে যেত। কোন একদিন আমরা ১৫ লাখ সিম রেজিস্ট্রেশন করেছি কিন্তু সেটি দেড় লাখে নেমে এসেছিল।

ইতিমধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব সিম রেজিস্ট্রেশন করা হবে না সেগেুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

এদিকে মোবাইল ফোন কম্পানিগুলোর তরফ থেকে এরই মধ্যে সময় বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। কিন্তু সরকার এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত দেয়নি।সূত্র: বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে