শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, আগামীকাল থেকে আবার বাজারে ইলিশ মাছ

শেষ হলো এবছরের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা। গেলো বছর প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ ধরা বন্ধ থাকলেও এবছর তা বাড়িয়ে করা হয় ২২দিন। এবছরের কার্যক্রমে ব্যাপকভাবে সাড়া দিয়েছে মৎসজীবিরা। আর তাই সব মিলিয়ে সরকার ইলিশ রক্ষা উদ্যোগে শতভাগ সফল এমন দাবি করে আগামী বছরও পর্যাপ্ত ইলিশ পাওয়ায় আশাবাদী মৎস বিভাগ।
বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে মিলবে ইলিশ। বুধবার মধ্যরাত থেকেই দেশের নদীগুলোতে ইলিশ ধরা শুরু করবেন জেলেরা।
এদিকে নদী-সংলগ্ন ইলিশের আড়তগুলো আবার সরগরম হয়ে উঠেছে। এবার মৌসুমেও প্রচুর ইলিশ ধরা পড়েছে। ওই সময়ে বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করা ইলিশ বৃহস্পতিবার থেকে বাজারে আসা শুরু হবে।
অন্য বছরগুলোতে চোরাইভাবে ধরা প্রচুর ইলিশ প্রথম দিনে বাজারে আসলেও এবার তেমন আসবে না বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, এবার মৌসুমে ইলিশ বেশি পাওয়ায় নিষেধাজ্ঞার সময়ে বেশিরভাগ জেলে ধরা বন্ধ রেখেছেন।
জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপালি পয়েন্ট, ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডারমারা পয়েন্ট, চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী থেকে হাইতকান্দী পয়েন্ট পর্যন্ত মোট সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ আরো ২৭ জেলায় এ নিষেধাজ্ঞা ছিল।
উল্লেখ্য, দেশের ইলিশ প্রজনন-প্রধান অঞ্চলে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন