শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, আগামীকাল থেকে আবার বাজারে ইলিশ মাছ

শেষ হলো এবছরের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা। গেলো বছর প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ ধরা বন্ধ থাকলেও এবছর তা বাড়িয়ে করা হয় ২২দিন। এবছরের কার্যক্রমে ব্যাপকভাবে সাড়া দিয়েছে মৎসজীবিরা। আর তাই সব মিলিয়ে সরকার ইলিশ রক্ষা উদ্যোগে শতভাগ সফল এমন দাবি করে আগামী বছরও পর্যাপ্ত ইলিশ পাওয়ায় আশাবাদী মৎস বিভাগ।
বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে মিলবে ইলিশ। বুধবার মধ্যরাত থেকেই দেশের নদীগুলোতে ইলিশ ধরা শুরু করবেন জেলেরা।
এদিকে নদী-সংলগ্ন ইলিশের আড়তগুলো আবার সরগরম হয়ে উঠেছে। এবার মৌসুমেও প্রচুর ইলিশ ধরা পড়েছে। ওই সময়ে বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করা ইলিশ বৃহস্পতিবার থেকে বাজারে আসা শুরু হবে।
অন্য বছরগুলোতে চোরাইভাবে ধরা প্রচুর ইলিশ প্রথম দিনে বাজারে আসলেও এবার তেমন আসবে না বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, এবার মৌসুমে ইলিশ বেশি পাওয়ায় নিষেধাজ্ঞার সময়ে বেশিরভাগ জেলে ধরা বন্ধ রেখেছেন।
জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপালি পয়েন্ট, ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডারমারা পয়েন্ট, চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী থেকে হাইতকান্দী পয়েন্ট পর্যন্ত মোট সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ আরো ২৭ জেলায় এ নিষেধাজ্ঞা ছিল।
উল্লেখ্য, দেশের ইলিশ প্রজনন-প্রধান অঞ্চলে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন