শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, আগামীকাল থেকে আবার বাজারে ইলিশ মাছ
শেষ হলো এবছরের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা। গেলো বছর প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ ধরা বন্ধ থাকলেও এবছর তা বাড়িয়ে করা হয় ২২দিন। এবছরের কার্যক্রমে ব্যাপকভাবে সাড়া দিয়েছে মৎসজীবিরা। আর তাই সব মিলিয়ে সরকার ইলিশ রক্ষা উদ্যোগে শতভাগ সফল এমন দাবি করে আগামী বছরও পর্যাপ্ত ইলিশ পাওয়ায় আশাবাদী মৎস বিভাগ।
বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে মিলবে ইলিশ। বুধবার মধ্যরাত থেকেই দেশের নদীগুলোতে ইলিশ ধরা শুরু করবেন জেলেরা।
এদিকে নদী-সংলগ্ন ইলিশের আড়তগুলো আবার সরগরম হয়ে উঠেছে। এবার মৌসুমেও প্রচুর ইলিশ ধরা পড়েছে। ওই সময়ে বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করা ইলিশ বৃহস্পতিবার থেকে বাজারে আসা শুরু হবে।
অন্য বছরগুলোতে চোরাইভাবে ধরা প্রচুর ইলিশ প্রথম দিনে বাজারে আসলেও এবার তেমন আসবে না বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, এবার মৌসুমে ইলিশ বেশি পাওয়ায় নিষেধাজ্ঞার সময়ে বেশিরভাগ জেলে ধরা বন্ধ রেখেছেন।
জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপালি পয়েন্ট, ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডারমারা পয়েন্ট, চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী থেকে হাইতকান্দী পয়েন্ট পর্যন্ত মোট সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ আরো ২৭ জেলায় এ নিষেধাজ্ঞা ছিল।
উল্লেখ্য, দেশের ইলিশ প্রজনন-প্রধান অঞ্চলে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন