শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌ মহড়া

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ মহড়া ‘এক্সারসাইজ কো-অপারেশন এফ্লট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কারাত)-২০১৬’ সমাপ্ত হয়েছে।
আজ শনিবার ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি)’-এ পাঁচদিনব্যাপী এ যৌথ মহড়ার সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের কমান্ডার কমোডর এস এ মাহমুদ এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাচি লেফটেন্যান্ট কর্নেল পি কায়নাজ এ ভাখারিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পোতাশ্রয়ে গত ২৫ অক্টোবর থেকে কমান্ডার বিএন ফ্লিটের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মহড়ায় ইওডি (এক্সপ্লোসিভ অরডিনেন্স ডিসপোজাল) ট্রেনিং, বোট মেইনটেনেন্স, অ্যাডভান্স আরবান ট্যাকটিক্স, ব্ল্যাংক ফায়ার এক্সিকিউশন, ক্লোজ কোয়ার্টার ব্যাটল এবং মার্কসম্যানশিপ ট্যাকটিক্সসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া এ মহড়ায় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমোডর সোয়াড্স কমান্ড, কমোডর নেভাল এভিয়েশনসহ ঘাঁটির মনোনীত ব্যক্তিরা অংশ নেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সিটিএফ-৭৩, সিডিএস-৭, ইওডিএমইউ-৫, সি-৭এফসহ মার্কিন দূতাবাসের প্যাকম টিমের মনোনীত ব্যক্তিরা অংশ নেন।
ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত এ মহড়া একটি যুগোপযোগী এবং আধুনিক নৌ প্রশিক্ষণ মহড়া। এ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা বিশেষত নৌ-কমান্ডোদের পেশাগত দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে তাদের ওপর অর্পিত দায়িত্ব আরো দৃঢ়তার সঙ্গে পালনে সক্ষম হবেন বলে আশা করছে নৌবাহিনী।
সর্বোপরি এ মহড়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন