শেহজাদ-মুশফিককে টপকানোর সুযোগ তামিমের
আর মাত্র ২৫ রান করলেই বিপিএলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল। বিপিএলে এখন পর্যন্ত তার নামের পাশে জমা আছে ৯৭৫ রান। চলতি বিপিএলে আরেকটি রেকর্ড গড়ার সুযোগ তামিমের সামনে। আর সেই সুযোগটা আহমেদ শেহজাদ ও মুশফিককে টপকানোর। কীভাবে?
চলতি বিপিএলে আর মাত্র ৬২ রান করতে পারলেই বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটাও নিজের দখলে নিতে পারবেন তামিম। তিনি পেছনে ফেলবেন আহমেদ শেহজাদকে। বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নাসের হয়ে ১২ ম্যাচে ৪৮৬ রান করেছিলেন শেহাজাদ।
এছাড়া আর মাত্র ১৬ রান করতে পারলে বিপিএলে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহীমকেও পেছনে ফেলবেন তামিম। ২০১৩ সালে সিলেট রয়্যালসের হয়ে ১৩ ম্যাচে ৪৪০ রান করেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
প্রসঙ্গত, চলতি বিপিএলে গ্রুপপর্ব শেষে তামিম করেছেন ১২ ম্যাচে ৪২৫ রান। যা এবারের আসরে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রান। তামিমের পরেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ ম্যাচে খুলনা টাইটান্সের অধিনায়ক করেছেন ৩৬৯ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন