শেহজাদ-মুশফিককে টপকানোর সুযোগ তামিমের


আর মাত্র ২৫ রান করলেই বিপিএলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল। বিপিএলে এখন পর্যন্ত তার নামের পাশে জমা আছে ৯৭৫ রান। চলতি বিপিএলে আরেকটি রেকর্ড গড়ার সুযোগ তামিমের সামনে। আর সেই সুযোগটা আহমেদ শেহজাদ ও মুশফিককে টপকানোর। কীভাবে?
চলতি বিপিএলে আর মাত্র ৬২ রান করতে পারলেই বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটাও নিজের দখলে নিতে পারবেন তামিম। তিনি পেছনে ফেলবেন আহমেদ শেহজাদকে। বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নাসের হয়ে ১২ ম্যাচে ৪৮৬ রান করেছিলেন শেহাজাদ।
এছাড়া আর মাত্র ১৬ রান করতে পারলে বিপিএলে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহীমকেও পেছনে ফেলবেন তামিম। ২০১৩ সালে সিলেট রয়্যালসের হয়ে ১৩ ম্যাচে ৪৪০ রান করেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
প্রসঙ্গত, চলতি বিপিএলে গ্রুপপর্ব শেষে তামিম করেছেন ১২ ম্যাচে ৪২৫ রান। যা এবারের আসরে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রান। তামিমের পরেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ ম্যাচে খুলনা টাইটান্সের অধিনায়ক করেছেন ৩৬৯ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন


বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন













